কোচবিহার, 12 এপ্রিল : জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কোচবিহার মেডিকেলে ভরতি থাকা ভিনরাজ্য ফেরত এক যুবকের (35) মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে । গতরাতে তাঁর মৃত্যু হয় । মৃতের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য রাতেই উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়েছে । পাশাপাশি মৃতদেহ আলাদা করে রাখা হয়েছে । এদিকে ওই যুবকের কোরোনা উপসর্গ থাকা সত্ত্বেও কেন তাঁকে কোরোনা হাসপাতালে না পাঠিয়ে কোচবিহার মেডিকেলে রেখে চিকিৎসা করানো হল তা নিয়ে উঠছে প্রশ্ন ।
কোরোনার উপসর্গে মৃত্যু যুবকের, আতঙ্ক কোচবিহার মেডিকেলে - coochbehar medical
কোরোনার উপসর্গ নিয়ে এক যুবক ভরতি হয়েছিলেন কোচবিহার মেডিকেলে । গতরাতে তাঁর মৃত্যু হয় । আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে ।
তুফানগঞ্জের ওই যুবক সম্প্রতি ভিনরাজ্য থেকে ফেরেন । সেখান থেকে আসার কিছুদিনের মধ্যে তিনি জ্বর ও কাশি নিয়ে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভরতি হন । দিনকয়েক সেখানে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন ও বাড়ি ফিরে যান ৷ এরপর গতকাল সকালে ফের জ্বরে এলে কোচবিহার মেডিকেলে ভরতি করা হয় তাঁকে । রাতে ওই যুবকের মৃত্যু হয় ।
তাঁর মৃত্যুর পর কোচবিহার মেডিকেলে স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কেন তাঁকে কোরোনা হাসপাতালে না পাঠিয়ে কোচবিহার মেডিকেলে রেখে চিকিৎসা করানো হল তা নিয়ে উঠছে প্রশ্ন । যদিও কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুমিত গঙ্গোপাধ্যায় বলেন, "জ্বর নিয়ে ওই রোগী ভরতি হয়েছিলেন । পরে শ্বাসকষ্ট দেখা দেয় ও রাতে মৃত্যু হয় । তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । পাশাপাশি ওই যুবকের বাড়িতে জেলা স্বাস্থ্য বিভাগের লোক পৌঁছে পরিবারের সদস্যদের কোয়ারানটাইনে পাঠানোর ব্যবস্থা করেছেন ।