পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election 2023: প্রার্থী না-পসন্দ, কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূলের পার্টি অফিস দখল জোড়াফুলের প্রাক্তনীরা - হাসেম আলি

প্রার্থী পছন্দ না-হওয়ায় কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের একাধিক কর্মী ৷ দলবদল করেই শাসকদলের পার্টি অফিসের দখল নিলেন তাঁরা ৷

TMC party office
তৃণমূলের পার্টি অফিস রংগ্রেসের দখলে

By

Published : Jun 15, 2023, 8:44 PM IST

কংগ্রেসে যোগ দিয়ে দখল তৃণমূলের পার্টি অফিস

কোচবিহার, 15 জুন: মাথাভাঙায় তৃণমূলের প্রার্থী পছন্দ না হওয়ায় দলবদলের হিড়িক ৷ কংগ্রেসে যোগদান করল শতাধিক শাসকদলের কর্মীরা ৷ আর দলবদল করেই তৃণমূলের দলীয় কার্যালয়ের দখল নিল তাঁরা । ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা 1 ব্লকের হাজরাহাট-2 গ্রাম পঞ্চায়েতের পূর্ব খাটের বাড়ি ছাড়ারপাড় এলাকার ৷

জানা গিয়েছে, 2/226 নম্বর বুথে তৃণমূলের কার্যালয় দখল করেছে কংগ্রেস । দলীয় পতাকা লাগিয়ে দেয় কর্মীরা । তৃণমূল থেকে সদ্য কংগ্রেসে আসা কর্মীদের অভিযোগ, এই গ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাদের পছন্দ হয়নি ৷ তাই তৃণমূলেরই বুথ স্তরের নেতৃত্ব ও দলের একাংশ দলবদলের সিদ্ধান্ত নেন । বৃহস্পতিবার এলাকার প্রায় শতাধিকের ও বেশি তৃণমূল কর্মী জাতীয় কংগ্রেসে যোগদান করেন বলে দাবি তাদের । এই ঘটনাকে কেন্দ্রে করে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে ।

এই বিষয়ে সদ্য কংগ্রেসে আসা বুথ স্তরের নেতা ফাইরুল হক জানান, তাঁদের বুথের প্রার্থী পছন্দ হয়নি ৷ হাসেম আলি এবারও তৃণমূলের প্রার্থী হয়েছেন । এতে গ্রামের মানুষ খুশি নয় । পাটি অফিসে কোনওদিন আসেননি হাসেম আলি । গ্রামের মানুষের কোন সমস্যা মেটাতে পাশে থাকেন না তিনি । তারা বহু দিন ধরে তৃণমূল করেন । এই পরিস্থিতি হওয়ায় তাই তাঁরা শাসকদল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন এবং পার্টি অফিস দখল করে নিলেন ।

আরও পড়ুন:অঞ্চল সভাপতির অনুগামী প্রার্থীকে নিয়ে ক্ষোভ, অন্ডালের সরিষাডাঙায় পথ অবরোধ

গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী তথা মাথাভাঙা এক নম্বর ব্লকের সহ-সভাপতি হাসেম আলি বলেন, "যখন নির্বাচন আসে সেই সময় 10-12 জন ছেলে কোন না কোন দলে চলে যায় ৷ শতাধিক কর্মী নয় । আবার ভোট চলে গেলে কোন না কোন তৃণমূলের নেতার ছত্রছায়ায় আমাদের দলে চলে আসে ।" তাঁর অভিযোগ, এরা তৃণমূল কর্মী নয়, দলের পতাকা ব্যবহার করে একটি পার্টি অফিস বানিয়ে নেয় । তিনি আরও বলেন, দল আমাকে টিকিট দিয়েছে ৷ তাই আমি প্রার্থী হয়েছি ৷ তৃণমূলের এক নেতার ভাইকে আমার বিরূদ্ধে প্রার্থী করে দিয়ে লেলিয়ে দিয়েছে ৷ যাতে আমাকে হারানো যায় । আমি সব বিষয়টি দলের উর্দ্ধতন নেতাদের জানিয়েছি ।"

ABOUT THE AUTHOR

...view details