কোচবিহার, 18 অগস্ট:এনবিএসটিসি-কে রাজ্য সরকারের একটি সেরা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে হবে । বুধবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ( NBSTC)-র চেয়ারম্যান পদে বসার পর এ কথা বললেন পার্থপ্রতীম রায় (Partha Pratim Roy)।
এদিন শোভাযাত্রা করে তিনি সংস্থার প্রধান কার্যালয়ে প্রবেশ করেন । দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের বলেন, এই পরিবহণ সংস্থার অবস্থা আগের তুলনায় অনেকটাই ভাল । তবে করোনা পরিস্থিতির কারণে বাস পরিষেবা বিঘ্নিত হচ্ছে । তা সত্বেও কর্মীরা পরিষেবা দিচ্ছেন । আগামীতে আরও বেশি রুটে বাস চালানো হবে । সবাইকে একসঙ্গে নিয়ে আলোচনা করে সংস্থাকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তা দেখতে হবে ।
চেয়ারম্যানের দায়িত্বে পার্থপ্রতীম রায় আরও পড়ুন:Saayoni Ghosh: হোটেলে পাওয়ার কাট, কথা বলতেও বাধা ! ত্রিপুরায় বিজেপিকে তুলোধোনা সায়নীর
কোচবিহারের রাজাদের আমলে কয়েকটি বাস নিয়ে শুরু হয় কোচবিহার রাজ্য পরিবহণ সংস্থা । পরবর্তীতে কোচবিহারকে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে ঘোষণা করা হলে রাজ আমলের ওই পরিবহণ সংস্থার নাম বদলে দেওয়া হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা । একটা সময়ে এ রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি অসম ও বিহারেও এই সংস্থা পরিষেবা দিত ।
আরও পড়ুন:Anubrata Mandal : বিশ্বভারতী ক্যাম্পাসে মিটিং করব, পারলে রুখবে ; হুঁশিয়ারি অনুব্রতর
বর্তমানে এই সংস্থার পাঁচ শতাধিক বাস রাস্তায় চলাচল করে । তবে সংস্থার আর্থিক অবস্থা ভাল নয় । কোভিড পরিস্থিতিতে তা আরও খারাপ হয়ে গিয়েছে । সংস্থা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে প্রতি মাসে কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতি হচ্ছে । এরইমধ্যে বুধবার সংস্থার নতুন চেয়ারম্যান পদে দায়িত্ব নিলেন কোচবিহার জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থপ্রতীম রায় । এই কঠিন পরিস্থিতিতে সংস্থার আর্থিক হাল ফেরানোই নয়া চেয়ারম্যানের কাছে একটা বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।