কোচবিহার, 23 জুলাই :কোচবিহার জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতির পদ থেকে কি সরিয়ে দেওয়া হচ্ছে পার্থপ্রতিম রায়কে (Partha Pratim Ray) ? শুক্রবার তাঁর একটি ফেসবুক পোস্ট ঘিরেই তৈরি হয়েছে এই জল্পনা ৷ এদিন পার্থপ্রতিম তাঁর ভার্চুয়াল দেওয়ালে কয়েক লাইনের একটি পোস্ট করেন ৷ লেখেন, ‘‘আজ একবছর পূর্ণ হল ৷ হ্যাঁ, এটা আমার পৈতৃক সম্পত্তি নয় যে আজীবন থাকব ৷ তবে কাজ আজীবন করব ৷ যতদিন সইতে পারব। ইঁদুর দৌড়ে আমি নেই ৷ Slow but steady wins the race.’’ সূত্রের খবর, তাঁর পদে পূর্বসূরি রবীন্দ্রনাথ ঘোষকে ফিরিয়ে আনছে দল ৷ তবে কি তার জেরেই ক্ষোভ জমেছে তৃণমূলের এই তরুণ নেতার মনে ? এর কোনও উত্তরই দেননি পার্থপ্রতিম ৷ তবে তাতে জল্পনা বাড়ছে বই কমছে কই ?
আরও পড়ুন :পার্থপ্রতিম রায়ের বাড়িতে গিয়ে পরিবারের ক্ষোভের মুখে রবীন্দ্রনাথ ঘোষ
প্রসঙ্গত, 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দলের কোচবিহার জেলা সভাপতির দায়িত্বে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ ৷ পরবর্তীতে 2011 সালে বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হন তিনি ৷ 2016 সালে ফের জেতেন ৷ দায়িত্ব পান উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে মন্ত্রিত্ব সামলানোর ৷ তৃণমূল সূত্রে খবর, উত্তরের এই জেলায় দলের মধ্যে গোষ্ঠী কোন্দল থাকলেও দীর্ঘদিন দাপটের সঙ্গেই রাজনীতি করেছেন রবীন্দ্রনাথ ৷