পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Partha Pratim Ray : কোচবিহারে নেতৃত্বে ফিরছেন রবীন্দ্রনাথ ? পার্থপ্রতিমের পোস্টে জল্পনা - তৃণমূল কংগ্রেস

জেলাস্তরে নেতৃত্বে রদবদল করছে তৃণমূল কংগ্রেস ৷ তারই কি বলি হবেন পার্থপ্রতিম রায় ? সূত্রের খবর, কোচবিহারে দলের জেলা সভাপতি পদে তাঁকে সরিয়ে ফিরছেন পূর্বসূরি রবীন্দ্রনাথ ঘোষ ৷ এই বিষয়ে জল্পনা শুরু হতেই ফেসবুকে একটি পোস্ট করেন পার্থপ্রতিম ৷ যা জল্পনা আরও বাড়িয়েছে ৷

Partha Pratim Ray facebook  post controversy regarding leadership change in Coochbehar Trinomool
Partha Pratim Ray : কোচবিহারে নেতৃত্বে ফিরছেন রবীন্দ্রনাথ ? পার্থপ্রতিমের পোস্টে জল্পনা

By

Published : Jul 23, 2021, 6:43 PM IST

কোচবিহার, 23 জুলাই :কোচবিহার জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতির পদ থেকে কি সরিয়ে দেওয়া হচ্ছে পার্থপ্রতিম রায়কে (Partha Pratim Ray) ? শুক্রবার তাঁর একটি ফেসবুক পোস্ট ঘিরেই তৈরি হয়েছে এই জল্পনা ৷ এদিন পার্থপ্রতিম তাঁর ভার্চুয়াল দেওয়ালে কয়েক লাইনের একটি পোস্ট করেন ৷ লেখেন, ‘‘আজ একবছর পূর্ণ হল ৷ হ্যাঁ, এটা আমার পৈতৃক সম্পত্তি নয় যে আজীবন থাকব ৷ তবে কাজ আজীবন করব ৷ যতদিন সইতে পারব। ইঁদুর দৌড়ে আমি নেই ৷ Slow but steady wins the race.’’ সূত্রের খবর, তাঁর পদে পূর্বসূরি রবীন্দ্রনাথ ঘোষকে ফিরিয়ে আনছে দল ৷ তবে কি তার জেরেই ক্ষোভ জমেছে তৃণমূলের এই তরুণ নেতার মনে ? এর কোনও উত্তরই দেননি পার্থপ্রতিম ৷ তবে তাতে জল্পনা বাড়ছে বই কমছে কই ?

আরও পড়ুন :পার্থপ্রতিম রায়ের বাড়িতে গিয়ে পরিবারের ক্ষোভের মুখে রবীন্দ্রনাথ ঘোষ

প্রসঙ্গত, 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দলের কোচবিহার জেলা সভাপতির দায়িত্বে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ ৷ পরবর্তীতে 2011 সালে বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হন তিনি ৷ 2016 সালে ফের জেতেন ৷ দায়িত্ব পান উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে মন্ত্রিত্ব সামলানোর ৷ তৃণমূল সূত্রে খবর, উত্তরের এই জেলায় দলের মধ্যে গোষ্ঠী কোন্দল থাকলেও দীর্ঘদিন দাপটের সঙ্গেই রাজনীতি করেছেন রবীন্দ্রনাথ ৷

ছবিটা বদলে যায় 2019 সালে ৷ সেবারের লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে হেরে যান তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী ৷ অভিযোগ ওঠে, তৃণমূল প্রার্থীর এই হারের পিছনে হাত রয়েছে রবীন্দ্রনাথের ৷ এরপরই রবীন্দ্রনাথ ঘোষকে জেলা তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ সেই পদে প্রথমে বিনয়কৃষ্ণ বর্মন এবং পরে পার্থপ্রতিম রায়কে দায়িত্ব দেওয়া হয় ৷

আরও পড়ুন :গোষ্ঠীকোন্দলের জেরেই কোচবিহারে হারলেন কাকা-ভাইপো

সূত্রের খবর, এই ঘটনার পর থেকেই তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষের বিরোধ চরম আকার নেয় ৷ বর্তমানে শাসকদলের এই দুই নেতার মধ্যে মুখ দেখাদেখিও কার্যত বন্ধ ! এমনকী, গত 21 জুলাই শহিদ দিবসের অনুষ্ঠান আয়োজন করেন রবীন্দ্রনাথ ৷ সেই অনুষ্ঠানও ‘হাইজ্যাক’ করে নেওয়ার অভিযোগ ওঠে পার্থপ্রতিমের বিরুদ্ধে ৷ এই ঘটনায় জেলা তৃণমূলের নিচুতলার কর্মীদের মধ্যেও চাপানউতোর শুরু হয় ৷ এরই মধ্যে শোনা যায়, একাধিক জেলায় দলীয় নেতৃত্বে বদল আনছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷ তখনই শোনা যায়, কোচবিহারে তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে সরিয়ে সেখানে অন্য মুখ আনা হতে পারে ৷ আর সেই গুঞ্জনের মধ্যেই জল্পনা বাড়াল পার্থপ্রতিমের ফেসবুক পোস্ট ৷

ABOUT THE AUTHOR

...view details