পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Paresh Adhikary on Nisith: নিশীথের গ্রেফতারি পরোয়ানা কোচবিহারের লজ্জা, সোশাল মিডিয়ায় পোস্ট পরেশের - Paresh Chandra Adhikary Post on Social Media

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রেফতারি পরোয়ানা নিয়ে সোশাল মিডিয়ায় সরব পরেশ চন্দ্র অধিকারী(Paresh Adhikary on Nisith)৷ দুর্নীতিবাজ বলে পালটা কটাক্ষ স্থানীয় বিজেপি নেতার ৷

Etv Bharat
নিশীথের গ্রেফতারি পরোয়ানা কোচবিহারের লজ্জা

By

Published : Nov 18, 2022, 10:50 PM IST

কোচবিহার, 18 নভেম্বর: অনিয়মে মেয়ের চাকরি গিয়েছে । শিক্ষক নিয়োগে দুর্নীতির জেরে গিয়েছে নিজের মন্ত্রিত্বও । অনেকদিন পর সেই পরেশ চন্দ্র অধিকারীর পোস্ট দেখা গেল সোশাল মিডিয়ায় ৷ 'চোর ধরো জেল ভরো ৷ নিশীথ প্রামাণিকের কু-কর্মের ফল, কোচবিহারের লজ্জা'(Arrest Warrant Against Nisith Pramanik is Shame of Cooch Behar)সামাজিক মাধ্যমে এই লিখে শুক্রবার পোস্ট করলেন মেখলিগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী(Paresh Chandra Adhikary Post on Social Media)।

শুক্রবার, তিনি তাঁর ফেসবুক পেজে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির করা প্রতিবাদ স্লোগানকেই সাজিয়ে নিয়ে পালটা নিশীথের গ্রেফতারি পরোয়ানার বিষয়ে মন্তব্য করেন । ফেসবুক পোস্টে নিশীথ প্রামাণিকের ছবি দিয়ে লেখেন, চোর ধরো জেল ভরো, সোনার দোকানে চুরির মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা কেন্দ্রের মন্ত্রী নিশীথ প্রামাণিকের কু-কর্মের ফল । কোচবিহারের লজ্জা ।

আরও পড়ুন :স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র, নিশীথের সমর্থনে ভিডিয়ো বার্তা কেএলও’র

পরেশ চন্দ্র অধিকারীর এই পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । চুপ থাকেনি বিজেপি নেতৃত্ব । পালটা কটাক্ষ করে মেখলিগঞ্জের বিজেপি নেতা তথা জলপাইগুড়ি জেলা বিজেপির মাইনরিটি মোর্চার পর্যবেক্ষক কাসেম আলি মিয়া বলেন, "পরেশ চন্দ্র অধিকারী দুর্নীতি করে মেয়েকে চাকরি দিয়েছেন ৷ গোটা রাজ্যের বাসিন্দা জানে, হাইকোর্টের নির্দেশেই তাঁর মেয়ের চাকরি গিয়েছে ৷ এমনকি তাঁর মন্ত্রিত্ব গিয়েছে । একটা দুর্নীতিবাজ । নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তাঁর অভিযোগ ভিত্তিহীন ৷"

সামাজিক মাধ্যমে এই পোস্টের বিষয়ে পরেশবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য এই বিষয়ে কিছু বলতে চাননি ।

আরও পড়ুন :'অসমের দুষ্কৃতীদেরও বাড়িতে আশ্রয় দেন নিশীথ', বিস্ফোরক অভিযোগ উদয়নের

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details