কোচবিহার, 18 নভেম্বর: অনিয়মে মেয়ের চাকরি গিয়েছে । শিক্ষক নিয়োগে দুর্নীতির জেরে গিয়েছে নিজের মন্ত্রিত্বও । অনেকদিন পর সেই পরেশ চন্দ্র অধিকারীর পোস্ট দেখা গেল সোশাল মিডিয়ায় ৷ 'চোর ধরো জেল ভরো ৷ নিশীথ প্রামাণিকের কু-কর্মের ফল, কোচবিহারের লজ্জা'(Arrest Warrant Against Nisith Pramanik is Shame of Cooch Behar)সামাজিক মাধ্যমে এই লিখে শুক্রবার পোস্ট করলেন মেখলিগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী(Paresh Chandra Adhikary Post on Social Media)।
শুক্রবার, তিনি তাঁর ফেসবুক পেজে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির করা প্রতিবাদ স্লোগানকেই সাজিয়ে নিয়ে পালটা নিশীথের গ্রেফতারি পরোয়ানার বিষয়ে মন্তব্য করেন । ফেসবুক পোস্টে নিশীথ প্রামাণিকের ছবি দিয়ে লেখেন, চোর ধরো জেল ভরো, সোনার দোকানে চুরির মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা কেন্দ্রের মন্ত্রী নিশীথ প্রামাণিকের কু-কর্মের ফল । কোচবিহারের লজ্জা ।