পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Paresh Chandra Adhikary : সিবিআই নিয়ে চিন্তা নেই, দল পাশে আছে; মেখলিগঞ্জে কর্মীদের উদ্দেশ্যে বার্তা পরেশের - মেখলিগঞ্জে পরেশ

সিবিআই জেরা, মেয়ের চাকরি থেকে বরখাস্ত হওয়া ৷ এরপরেও চিন্তিত নন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Chandra Adhikary)৷ মেখলিগঞ্জে এসে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে সেই বার্তায় দিলেন তিনি ৷

Paresh Chandra Adhikary
পরেশ চন্দ্র অধিকারী

By

Published : May 24, 2022, 10:01 PM IST

কোচবিহার, 24 মে : "আগামিকাল থেকে দলের কাজে সব জায়গায় যাব । এই ক'দিনে দেখা গেল কে পার্টির আসল লোক আর কে নকল । সিবিআইয়ের বিষয়ে আর কোনও চিন্তা নেই, এখন আর কলকাতা যাবার কোনও প্রয়োজন নেই ।" নিজের এলাকা মেখলিগঞ্জে ফিরে মঙ্গলবার কর্মীদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Chandra Adhikary is not worried about cbi investigation)।

পাশাপাশি এদিন তিনি জানান, দল তার পাশে রয়েছে । তাই চিন্তার কোনও কারণ নেই । এসএসসির নিয়োগে দুর্নীতির অভিযোগে নাম জড়ায় মেখলিগঞ্জের বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর । মেধাতালিকার ওয়েটিং লিস্টে নাম না থাকা সত্ত্বেও ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কয়েকদিনের মধ্যে চাকরি পায় তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী ৷ গোটা ঘটনা নিয়ে মামলা হলে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় । পাশাপাশি অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেয় আদালত । গোটা ইস্যুতে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে । এই ইস্যুতে ইতিমধ্যেই লাগাতার সিবিআই জেরার মুখে পড়তে হয় শিক্ষা প্রতিমন্ত্রীকে ।

দীর্ঘ জেরার পর মঙ্গলবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে হলদিবাড়ি হয়ে মেখলিগঞ্জ নিজের শহরে আসেন পরেশ অধিকারী । হলদিবাড়ি থেকে অনুগামীরা তাঁকে শতাধিক মোটর বাইক কনভয় করে মেখলিগঞ্জে নিয়ে আসে ৷ এরপর নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হলে পুষ্পবৃষ্টি ও ফুলমালা দিয়ে স্বাগত জানানো হয় মন্ত্রীকে ।

আরও পড়ুন :Income source of Partha-Anubrata-Paresh: পার্থ-পরেশ-অনুব্রত ও তাঁদের পরিবারের আয়ের উৎসের খোঁজে সিবিআই

ABOUT THE AUTHOR

...view details