কোচবিহার, 10 মে : বাম আমলে খাদ্য মন্ত্রী ছিলেন তিনি ৷ দল বদলে তৃণমূলে এসে এবার শিক্ষা দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ৷ আর তাই খুশিতে মেতে উঠেছেন এলাকার বাসিন্দারা ৷ সোমবার রাজ ভবনে শপথ নেন পরেশ ৷ উল্লেখ্য, কোচবিহারের যে দু’টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, তার মধ্যে একটি হল মেখলিগঞ্জ এবং অন্যটি সিতাই ৷
এদিন মন্ত্রী পদে পরেশ অধিকারী শপথ নেওয়ার পরই আনন্দে মেতে ওঠেন মেখলিগঞ্জের তৃণমূল কর্মী ও সমর্থকর ৷
উনিশের লোকসভা নির্বাচনের আগে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পরেশ অধিকারী ৷ উনিশের ভোটে কোচবিহার কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি ৷ যদিও সেবা পরাজিত হন পরেশ ৷ কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে তিনি জয়ী হয়েছেন ৷ পেয়েছেন মন্ত্রীত্বও ৷ এতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পরেশের অনুগামীরা ৷
তবে নতুন দলে এসে বিধায়ক ও মন্ত্রী হওয়ার আগেও একাধিক দায়িত্ব ও পদ সামলাতে হয়েছে পরেশকে ৷ চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্বে রয়েছেন তিনি ৷ মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতিরও চেয়ারম্যান পদে রয়েছেন পরেশ ৷