কোচবিহার, 24 মে :চাকরি গিয়েছে পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারীর ৷ তাঁর স্কুলে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট ৷ এতদিন তিনি যে বেতন পেয়েছেন, তাও তাঁকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ মোট 41 মাসের বেতন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে অঙ্কিতা অধিকারীকে ৷ আদালতের এই নির্দেশের আগে পর্যন্ত দফায় দফায় নিজাম প্যালেজে জেরার মুখে পড়েছেন পরেশ অধিকারী ৷ সমস্ত কিছুর পর এবার কলকাতা থেকে ঘরে ফিরছেন মন্ত্রী ৷ তৃণমূল সূত্রে খবর, এদিনই পরেশ মেখলিগঞ্জে ফিরছেন ৷ এই খবর ছড়িয়ে পড়া মাত্রই তাকে ‘রাজ্য চ্যাম্পিয়ন চোর’ বলে কটাক্ষ শুরু করে বিজেপি (BJP slams Paresh Adhikary) ৷
জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায় সামাজিক মাধ্যমে লেখেন, ‘‘কে কথায় আছিস রে ৷ উলুধ্বনি দে, শঙ্খ বাজা ৷ ফুল, বেলপাতা, হরিতকি, ঘি, মধু, ডাবের জল নিয়ে আসো । মেখলিগঞ্জে রাজ্য চাম্পিয়ন চোর ঢুকছে । লজ্জ্বা লজ্জ্বায় লজ্জ্বিত ।’’