কোচবিহার, 28 নভেম্বর: প্রতিবেশী প্রৌঢ়ের মাসের পর মাস ধর্ষণের জেরে গর্ভবতী নাবালিকা ৷ আর তা জানতে পেরেই থানার দ্বারস্থ হন নির্যাতিতার বাবা-মা ৷ কিন্তু তারপর থেকেই লাগাতার হুমকি ও মানসিক অশান্তির জেরে সোমবার সকালে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন নির্যাতিতার বাবা-মা(Parents of Raped Girl Attempt Suicide After Receiving Threat from Accused Family)৷ খবর পেয়ে প্রতিবেশীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই দম্পতিকে ৷
কোচবিহারের মেখলিগঞ্জ থানা এলাকার ঘটনা ৷ দেড় দু'মাস আগে থেকে রান্নার কাজের নাম করে 13 বছরের নাতনিকে নিজের বাড়িতে ডাকতেন ষাটোর্ধ্ব প্রৌঢ় ৷ বিভিন্ন অজুহাতে ফাঁকা বাড়িতে ডেকে সেখানেই নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করতেন বলে অভিযোগ ৷ শুধু তাই নয়, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য নিগৃহীতার পরিবারকে রীতিমতো হুমকি পর্যন্ত দেন অভিযুক্তের তিন জামাই ।
আরও পড়ুন :50 হাজার টাকা না দিলে মেয়ের গোপন ছবি ফাঁস করে দেব, বান্ধবীর বাবাকে হুমকি দিয়ে শ্রীঘরে যুবক