পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mekhliganj Rape Case: বৃদ্ধের লাগাতার ধর্ষণে গর্ভবতী নাবালিক, অভিযুক্তের পরিবারের চাপে আত্মহত্যার চেষ্টা বাবা ও মায়ের - attempt suicide after threat from accused

প্রতিবেশী দাদুর ধর্ষণের জেরে গর্ভবতী নাবালিকা মেয়ে (Mekhliganj Rape Case)৷ থানায় অভিযোগ জানানোর পর থেকেই অভিযুক্তের পরিবার থেকে হুমকির চাপে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নাবালিকার বাবা-মার ৷

Etv Bharat
বৃদ্ধের লাগাতার ধর্ষণে গর্ভবতী মেয়ে

By

Published : Nov 28, 2022, 6:33 PM IST

কোচবিহার, 28 নভেম্বর: প্রতিবেশী প্রৌঢ়ের মাসের পর মাস ধর্ষণের জেরে গর্ভবতী নাবালিকা ৷ আর তা জানতে পেরেই থানার দ্বারস্থ হন নির্যাতিতার বাবা-মা ৷ কিন্তু তারপর থেকেই লাগাতার হুমকি ও মানসিক অশান্তির জেরে সোমবার সকালে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন নির্যাতিতার বাবা-মা(Parents of Raped Girl Attempt Suicide After Receiving Threat from Accused Family)৷ খবর পেয়ে প্রতিবেশীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই দম্পতিকে ৷

কোচবিহারের মেখলিগঞ্জ থানা এলাকার ঘটনা ৷ দেড় দু'মাস আগে থেকে রান্নার কাজের নাম করে 13 বছরের নাতনিকে নিজের বাড়িতে ডাকতেন ষাটোর্ধ্ব প্রৌঢ় ৷ বিভিন্ন অজুহাতে ফাঁকা বাড়িতে ডেকে সেখানেই নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করতেন বলে অভিযোগ ৷ শুধু তাই নয়, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য নিগৃহীতার পরিবারকে রীতিমতো হুমকি পর্যন্ত দেন অভিযুক্তের তিন জামাই ।

আরও পড়ুন :50 হাজার টাকা না দিলে মেয়ের গোপন ছবি ফাঁস করে দেব, বান্ধবীর বাবাকে হুমকি দিয়ে শ্রীঘরে যুবক

সুবিচারের আসায় স্থানীয় মেখলিগঞ্জ থানার দ্বারস্থ হয়ে অভিযুক্তের তিন জামাইয়ের নামে মামলা দায়ের করে নির্যাতিতার পরিবার । অভিযোগ পাওয়ার পর মেখলিগঞ্জ থানার পুলিশ মূল অভিযুক্তকেও গ্রেফতার করে ৷ এই ঘটনার পর থেকে প্রায়ই অশান্তি চলত নাবালিকার বাড়িতে । একদিকে নাবালিকা মেয়ে গর্ভবতী হওয়র ঘটনা তো, অন্যদিকে হাতে টাকা পয়সার অভাবে সুবিচার না-পাওয়ার আশঙ্কায় ভুগছিল ওই দম্পতি ৷ তারপরই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতার বাবা ও মা ৷

এই বিষয়ে নির্যাতিতার এক আত্মীয় জানান, ধর্ষণের জেরে মেয়ে গর্ভবতী হয়েছে । সেই নিয়ে মানসিক অশান্তি রয়েছে । তার উপর হাতে টাকা পয়সা নেই । তার মধ্যে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে পালটা চাপ সৃষ্টি করা হচ্ছে ৷ সেই কারণেই আত্মহত্যার চেষ্টা করেছে নাবালিকার বাবা-মা ।

আরও পড়ুন :শৌচকর্মে গিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা ! গ্রেফতার 5 অভিযুক্তের পুলিশি হেফাজত

ABOUT THE AUTHOR

...view details