পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"যেন প্লাস্টিক" ! স্কুলের পোশাক নিলেন না অভিভাবকরা

পড়ুয়াদের জন্য যে পোশাক দেওয়া হচ্ছে না তা অত্যন্ত নিম্নমানের ৷ এই অভিযোগ স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ৷

বিক্ষোভ

By

Published : Aug 30, 2019, 4:13 AM IST

Updated : Aug 30, 2019, 7:47 AM IST

কোচবিহার, 30 অগাস্ট : স্কুলের তরফে পড়ুয়াদের যে পোশাক দেওয়া হচ্ছে তা নিম্নমানের ৷ পরার অযোগ্য ৷ তাই তা নিতে অস্বীকার করলেন পড়ুয়াদের অভিভাবকরা ৷ গতকাল স্কুলে গিয়ে বিক্ষোভও দেখান তাঁরা ৷ কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের ভাঙামোড় প্রাথমিক এপি স্কুলের ঘটনা ৷

অভিযোগ, পোশাকের জন্য ৬০০ টাকা বরাদ্দ হলেও কম দামের কাপড় দিয়ে তা তৈরি করেছে এক স্বনির্ভর গোষ্ঠী। তপন বর্মণ নামে এক অভিভাবক বলেন, "যে পোশাক দিচ্ছে তা অতি নিম্নমানের ৷ পোশাকের কাপড় প্লাস্টিকের মতো ৷ এই পোশাক আমরা নেব না ৷ "

স্কুলের প্রধান শিক্ষিকা সরলা বর্মণ বলেন, আগে ছাত্র-ছাত্রীদের পোশাকের জন্য টাকা দেওয়া হত ৷ এবছর BDO অফিস থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এসে কত পড়ুয়া আছে তাঁর হিসাব চান । এ বিষয়ে তাঁদের কোনও দায় নেই।

স্কুলে বিক্ষোভ অভিভাবকদের

পোশাক সরবরাহকারী নবচেতনা স্বনির্ভর গোষ্ঠীর তরফে সবিতা বর্মণ বলেন, কোনও পোশাক খারাপ নয় ৷ সব পোশাক ভালো দেওয়া হয়েছে । এলাকার কয়েকজন চাপ তৈরি করে টাকা দাবি করেছেন । কিন্তু তাঁরা কাউকে কোনও টাকা দেননি ৷ তাঁর অভিযোগ ,এক লাখ টাকা তোলা চেয়ে হুমকি দিয়েছে কয়েকজন ৷ তাঁরাই এই ঝামেলা করছেন ।

মাথাভাঙা এক নম্বর ব্লকের স্কুল পরিদর্শক মতিউর রহমান বলেন "একটি মনিটরিং কমিটি রয়েছে ৷ তাদের নিয়ে মিটিং করে সেখানকার স্বনির্ভর গোষ্ঠীকে পোশাক তৈরির বরাত দেওয়া হয়। তাদের বলা হয়েছে স্কুলে গিয়ে কাপড় ও পোশাক দেখাতে হবে ৷ স্কুলের পছন্দ হলেই সেই পোশাক দিতে পারবে ৷ যে অভিযোগ উঠেছে তা নিয়ে দ্রুত বৈঠক হবে ৷" মাথাভাঙা এক নম্বর ব্লকের BDO সম্বল ঝা বলেন, "বিষয়টি তদন্ত করা হচ্ছে ৷ "

দেখুন ভিডিয়ো
Last Updated : Aug 30, 2019, 7:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details