কোচবিহার, 21 এপ্রিল : রাজ্য সরকারের নির্দেশ মতো কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি কৃষক উদ্যোগ হাইস্কুলের তরফে মিড ডে মিলের চাল ও আলু বিলির উদ্যোগ নেওয়া হয় । পড়ুয়াদের অভিভাবকদের বিদ্যালয়ে এসে চাল ও আলু নিয়ে যাওয়ার জন্য মাইকে প্রচার চালায় বিদ্যালয় কর্তৃপক্ষ । গতকাল স্কুলে পৌঁছান পড়ুয়া সহ কয়েক হাজার অভিভাবক ৷ কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ চাল ও আলু বিতরণ না করায় স্কুলে শুরু হয় বিশৃঙ্খলা । উত্তেজিত অভিভাবকরা প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান ৷ তর্কা তর্কি শুরু হয় দুই পক্ষের মধ্যে ।
স্কুলের প্রধান শিক্ষক গতকাল জানান, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে চাল ও আলু না আসায় বিলি করা সম্ভব হচ্ছে না । যদিও অভিভাবকদের দাবি, এই লকডাউনে তাঁদের হয়রানি করা হল । কোরানা সংক্রমণের আতঙ্ক নিয়ে তাঁরা ছেলে মেয়েদের নিয়ে এসেছেন ৷ এটা ঠিক হয়নি ৷