কোচবিহার, 23 জানুয়ারি : সীমান্ত দিয়ে গোরু পাচারের জন্য ফসল নষ্ট করার অভিযোগ উঠল পাচারকারীদের বিরুদ্ধে ৷ সীমান্তের কৃষকদের অভিযোগ, মাঝেমধ্যেই পারারকারীরা সীমান্ত গিয়ে গোরু পাচার করে৷ সে সময় জমির উপর দিয়ে গোরু নিয়ে যাওয়ার ফলে ফসল নষ্ট হয় ৷ তাই অবিলম্বে গোরু পাচার বন্ধের দাবিতে BSF-এর 148 নম্বর ব্যাটেলিয়নের অভিযোগ জানান সীমান্তের কৃষকরা ৷ তাঁদের হুঁশিয়ারি, অবিলম্বে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামবেন ৷
গোরু পাচারের জন্য নষ্ট ফসল, ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি - কোচবিহার সীমান্ত
সীমান্ত দিয়ে গোরু পাচারের জন্য ফসল নষ্ট হচ্ছে ৷ BSF-এর 148 নম্বর ব্যাটেলিয়নের কাছে অভিযোগ জানান সীমান্তের কৃষকরা৷ ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷
কোচবিহারের বক্সিরহাট থেকে হলদিবাড়ি পর্যন্ত প্রায় চারশো কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে ৷ এই সীমান্তের অধিকাংশ এলাাকতে কাঁটাতারের বেড়া দেওয়া থাকলেও কিছু কিছু এলাকায় সীমানাগত সমস্যার কারণে এবং নদী থাকার কারণে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি ৷ স্থানীয়দের বক্তব্য, বেড়া না থাকার সুযোগে ওইসব এলাকায় অবাধে গোরু পাচার করে পাচারকারীরা ৷ শীতকালে কুয়াশার সুযোগে এই পাচারের ঘটনা আরও বেশি বাড়ে ৷ মঙ্গলবার রাতে কোচবিহারের সিতাইতে BSF-এর সঙ্গে পাচারকারীদের সংঘর্ষ হয় ৷ তাতে পাচারকারীর মৃত্যুও হয় ৷
মেখলিগঞ্জের লোথামারি গ্রানের কৃষকদের অভিযোগ, সীমান্ত দিয়ে গোরু পাচারের সময় জমির উপর দিয়ে গোরু নিয়ে যাওয়ার সময় জমির ফসল নষ্ট হয় ৷ তাই পাচার বন্ধের দাবি জানানো হয়েছে BSF-এর কাছে ৷ যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর তরফে৷ BSF-এর 148 নম্বর ব্যাটেলিয়নের কম্পানি কমান্ডার বি এন সাহু বলেন, কৃষকদের অভিযোগ খতিয়ে দেখা হবে৷