কোচবিহার, 27 এপ্রিল : করোনায় আক্রান্ত কোচবিহার মেডিকেল কলেজের এক শীর্ষকর্তা ৷ তিনি কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি সুপারের পদে রয়েছেন । সোমবারই, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁর কোনও উপসর্গ নেই । তিনি আপাতত হোম আইসোলেশনে আছেন ।
কোচবিহার জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে, সোমবার জেলায় 155 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে । বর্তমানে এই জেলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা 791 । এদের মধ্যে দিনহাটায় জেলা কোভিড হাসপাতালে ভরতি রয়েছেন পাঁচজন এবং কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভরতি রয়েছেন দশজন ৷ অন্যদিকে, কোচবিহার মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছেন 13 জন আক্রান্ত ।