পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাথাভাঙায় তৃণমূল বিজেপি সংঘর্ষ, জখম 1 - জখম তৃণমূল কর্মী

বৃহস্পতিবার পানিখাওয়া এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে পরেশ বর্মন নামে এক তৃণমূল কর্মী জখম হয়েছেন । তৃণমূলের অভিযোগ, পরেশ রাস্তার ধারে বসে গল্প করছিলেন ৷ সেই সময় বিজেপি কর্মীরা তাকে আক্রমণ করে ।

মাথাভাঙায় তৃণমূল বিজেপি সংঘর্ষ
মাথাভাঙায় তৃণমূল বিজেপি সংঘর্ষ

By

Published : May 7, 2021, 10:20 AM IST

কোচবিহার, 7মে :কোচবিহারের মাথাভাঙা দুই নং ব্লকে উনিশবিশা অঞ্চলের পানিখাওয়া এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষ । ঘটনায় এক তৃণমূল সমর্থকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার পানিখাওয়া এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে পরেশ বর্মন নামে এক তৃণমূল কর্মী জখম হয়েছেন । তৃণমূলের অভিযোগ, পরেশ রাস্তার ধারে বসে গল্প করছিলেন ৷ সেই সময় বিজেপি কর্মীরা তাকে আক্রমণ করে । এই বিষয়ে মাথাভাঙা দুই নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কমলেশ অধিকারী বলেন, "এদিন তৃণমূল সমর্থক পরেশ বর্মন রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিল সে সময় তার উপর অতর্কিত ভাবে হামলা চালায় বিজেপির কিছু কর্মী ৷ এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৷ পরে আহত ওই কর্মীকে কে উদ্ধার করে ঘোকসাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তাকে কোচবিহারে রেফার করা হয় ।"

যদিও বিজেপির বিরুদ্ধ ওঠা সব অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিজেপির কো-কনভেনার ইন্দ্রজিৎ দেবনাথ বলেন, "এই ঘটনার সঙ্গে তাদের দলের কর্মীরা জড়িত নয় । তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেড়েই এই ঘটনা ঘটেছে । তৃণমূলের কর্মীরাই আমাদের কর্মীদের উপর হামলা করছে ৷ বিভিন্ন জায়গায় আক্রমণ করছে ।"

এদিন জখম তৃণমূল কর্মীর খোজ নিতে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায় ।

আরও পড়ুন :গ্রামে এগিয়ে থাকলেও শহরে হেরে যান উদয়ন

ABOUT THE AUTHOR

...view details