পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firearm Recover From Dinhata : ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার দিনহাটায় - Firearm Recove

ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হল কোচবিহারের দিনহাটায় । একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ । ঘটনায় তোফাজ্জল হোসেন নামে একজনকে আটক করে পুলিশ (One Person Arrested with Firearm in Dinhata) ।

firearm
firearm

By

Published : Mar 29, 2022, 6:14 PM IST

কোচবিহার, 29 মার্চ : ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হল কোচবিহারের দিনহাটায় । গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে দিনহাটা থানার পুলিশ একটি ইনোভা গাড়ি ধাওয়া করে ৷ সেখান থেকেই তোফাজ্জল হোসেন নামে এক যুবককে আটক করে (One Person Arrested with Firearm in Dinhata) । তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ ।

এই নিয়ে গত এক সপ্তাহে দিনহাটা মহকুমায় তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল । কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা এ বিষয়ে বলেন, "বেআইনি অস্ত্র উদ্ধারে লাগাতার অভিযান চলছে ।"

আরও পড়ুন :Cattle Smuggling Case : গরু পাচার কাণ্ডে অনুব্রতকে জেরা করতে হোমওয়ার্ক শুরু সিবিআইয়ের

জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই দিনহাটা মহকুমায় বোমা, বন্দুকের ব্যাপক ব্যবহার হতে থাকে । মূলত গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা দখলকে কেন্দ্র করে প্রায় রাতেই বোমাবাজি ও বন্দুক চালানোর মতো ঘটনা ঘটতে থাকে ।

পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপ্যাধায়ের নির্দেশে দিনহাটাতে বোমা, বন্দুক উদ্ধার হলেও কিছুদিন পর তা থেমে যায় । কিন্তু গত কয়েক মাস ধরেই দিনহাটা মহকুমায় ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা ঘটছে । মাসখানেক আগে দিনহাটা শহরে দুষ্কৃতীদের গুলিতে জখম হন দিনহাটা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠু দাসের স্বামী তাপস দাস । তার আগে দিনহাটা-1 ব্লকের গিতালদহে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলি চালানোর ঘটনা ঘটে ।

আরও পড়ুন :Matia Gang Rape Case : মাটিয়া গণধর্ষণকাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

সম্প্রতি বীরভূমের বগটুই গ্রামের ঘটনার পর রাজ্যজুড়ে বোমা বন্দুক উদ্ধারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । তারপরে নড়েচড়ে বসেন পুলিশ কর্তারা। গত সপ্তাহে দিনহাটার শৌলমারী ও সিতাই থেকে দু‘টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এরপর সোমবার রাতে ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details