কোচবিহার, 24 জুন :ভারত-বাংলাদেশ সীমান্তে কোচবিহারের মাথাভাঙা সীমান্তে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নলঙ্গিবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে সীমান্তে কাঁটাতারের বেড়া কাঁটছিল 15 জন দুষ্কৃতী (Mathabhanga Miscreant Dead) ৷ সেই সময় দায়িত্বে থাকা বিএসএফ জওয়ান বাধা দিলে পাচারকারীরা সেই জওয়ানের উপর হামলা চালায় ৷ প্রথমে শূন্যে গুলি চালায় বিএসএফ ৷ এরপর পুনরায় গুলি চালানো হয় ৷ সেই গুলিতে একজন পাচারকারী মারা যায় বলে জানা গিয়েছে ৷ বাকিরা পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে বিএসএফ ও বাসিন্দারা ৷ আহত পাচারকারীকে জখম অবস্থায় মাথাভাঙা হাসপাতালে ভর্তি করা হয় ।
Mathabhanga Miscreant : মাথাভাঙা সীমান্তে গুলিতে মৃত 1 দুষ্কৃতী - Mathabhanga Miscreant
সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার সময় বিএসএফ ও দুষ্কৃতীদের সংঘর্ষে মৃত এক দুষ্কৃতী ৷ জখম হয়েছে আরও এক পাচারকারী (Mathabhanga Miscreant Dead) ৷
![Mathabhanga Miscreant : মাথাভাঙা সীমান্তে গুলিতে মৃত 1 দুষ্কৃতী Mathabhanga Miscreant](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15650420-thumbnail-3x2-mathavanga.jpg)
মাথাভাঙা সীমান্তে গুলিতে মৃত দুষ্কৃতী
আরও পড়ুন :Miscreant Arrest in Dubrajpur : দুবরাজপুরে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 1
সূত্রের খবর, দুষ্কৃতীরা পাচার করার উদ্দেশ্যেই সীমান্তে জমায়েত হয়েছিল ৷ মৃত যুবকের বাড়ি কোচবিহারের শীতলকুচি এলাকায় গোসাইহাটের ছোটো মধুশুদন গ্রামে ৷ নাম একরামূল মিঞাঁ ৷ জখমের নাম লেবু মিঞাঁ ৷ জখমের বাড়িও শীতলকুচিতে ৷