পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিহার থেকে বাড়ি ফেরা পরিযায়ী শ্রমিকের মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা - বিহার থেকে বাড়ি ফেরা এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

কোচবিহার জেলা প্রশাসনের তরফে আজ তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে ৷ ওই শ্রমিকের পরিবারকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷

one migrant worker died at coochbehar
বিহার থেকে বাড়ি ফেরা এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

By

Published : May 24, 2020, 7:36 PM IST

কোচবিহার, 24 মে : বিহার থেকে বাড়ি ফিরে মারা গেলেন এক পরিযায়ী শ্রমিক ৷ কোচবিহারের মাথাভাঙাযর ঘটনা । গতকাল রাতে মাথাভাঙা 1 নম্বর ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার বালারহাট গ্রামে নিজের বাড়িতেই মারা যান তিনি । তাঁর নাম ইউনুস হোসেন ( 32 ) ৷

কোচবিহার জেলা প্রশাসনের তরফে আজ তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে ৷ ওই শ্রমিকের পরিবারকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ জানা গেছে, বিহারে একটি ইট ভাটায় কাজ করতেন তিনি । ওই শ্রমিক গত 21 মে বিহার থেকে মাথাভাঙায় নিজের বাড়িতে ফিরে আসেন । গতকাল ওই শ্রমিক পরিবারের সঙ্গেই ছিলেন ৷ বাড়িতে একসঙ্গে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খাওয়াদাওয়াও করেন ।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাতে মারা যান ইউনুস ৷ এরপর তাঁরা আতঙ্কে রয়েছেন ৷ প্রশাসন যেন সবরকমের ব্যবস্থা করে । তবে , এলাকায় আতঙ্ক থাকলেও ঠিক কী কারণে মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয় ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details