পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুষ্কৃতী - কোচবিহারে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক

কোচবিহারের নিউ চ্যাংরাবান্ধা এলাকা থেকে অস্ত্রসহ ধৃত এক দুষ্কৃতী।

One man arrested with arms in coochbehar
One man arrested with arms in coochbehar

By

Published : Jun 19, 2020, 7:10 PM IST

কোচবিহার, 19 জুন : আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। কোচবিহারের নিউ চ্যাংরাবান্ধা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম রোহিত অগ্নিহোত্রী। আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতী কোথায় যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে নিউ চ্যাংরাবান্ধা এলাকায় অভিযান চালায় পুলিশ। তখনই, আগ্নেয়াস্ত্র সমেত ওই দুস্কৃতীকে গ্রেপ্তার করে ঘোকসাডাঙা থানার পুলিশ। কোচবিহারের পুলিশ সুপার ডাঃ সন্তোষ নিম্বলকর বলেন, “ওই আগ্নেয়াস্ত্র কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বা কাকে দেওয়া হত সব খতিয়ে দেখা হচ্ছে।”

প্রসঙ্গত, গত একবছরের বেশি সময় ধরে কোচবিহারের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। বেশকিছু দিন আগেই কোচবিহারের ফাসিরঘাট এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া দিনহাটা থেকেও আগ্নেয়াস্ত্র সহ এক দুস্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details