কোচবিহার, 19 এপ্রিল: জোড়া বাইসনের তাণ্ডবে আতঙ্ক ছড়াল কোচবিহার 2 নম্বর ব্লকের মরিচবাড়িতে । একটি বাইসনের গুঁতোয় জখম হয়ে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি । আজ সকালে বাইসন দু'টিকে এলাকায় ঘুরে বেড়াতে দেখেন বাসিন্দারা । হুড়োহুড়ি পড়ে যায় ।
কোচবিহারের মরিচবাড়িতে জোড়া বাইসনের তাণ্ডব, জখম 1 - বাইসনের তাণ্ডব
কোচবিহারের মরিচবাড়ি এলাকায় তাণ্ডব চালাল দু'টি বাইসন । জখম হয়েছেন একজন । তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।
মরিচবাড়ি এলাকার এক বাসিন্দা সকালে তাঁর বাড়ির পিছনের জমিতে বাইসন দু'টিকে দেখতে পান । এরপর হইচই পড়ে যায় এলাকায় । স্থানীয়রা লাঠি, বাটাম নিয়ে বাইসন দু'টিকে তাড়া করেন । ইতিমধ্যে বেশকিছু বাড়িঘর ভেঙে ফেলে বাইসন দু'টি । এক ব্যক্তিকে গুঁতো মারে একটি বাইসন । জখম হন তিনি । তাঁকে কোচবিহার মেডিকেলে ভরতি করা হয় ।
খবর পেয়ে ঘটনাস্থানে আসেন বন বিভাগের কর্তারা । বাইসন দু'টিকে শান্ত করার চেষ্টা চালানো হয় । স্থানীয় বাসিন্দা তথা কোচবিহার জেলা পরিষদের সদস্য পরিমল বর্মণ বলেন, "সকাল থেকেই দু'টো বাইসন মরিচবাড়িসহ একাধিক গ্রামে তাণ্ডব চালায় । বন বিভাগে খবরে দেওয়া হয় ।"