দিনহাটা, 27 মার্চ : রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যজুড়ে বেআইনি বোমা -বন্দুক উদ্ধারের নির্দেশ দিয়েছেন । সেই নির্দেশের পর নড়েচড়ে বসে পুলিশ। আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল সিতাই থানার পুলিশ (One Arrested with firearms) । ধৃতের কাছ থেকে একটি পিস্তল এবং দুই রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃতের নাম মিঠুন মিঁয়া ৷ বয়স 21 বছর ।
আরও পড়ুন : Elephant Dead in Rajganj : সবজি ক্ষেতের পাশে হাতির দেহ উদ্ধারে চাঞ্চল্য, তদন্তে বন দফতর