পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে রাতে বাড়ি ফেরার পথে BJP কর্মীকে কোপ - arrested

কোচবিহারে এক BJP কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে ।

BJP কর্মী

By

Published : May 29, 2019, 8:26 PM IST

Updated : May 29, 2019, 11:00 PM IST

কোচবিহার, 29 মে : ভোট পরবর্তী সংঘর্ষ থামছে না কোচবিহারে । বাড়ি ফেরার পথে এক BJP কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে । কোচবিহারের মেখলিগঞ্জে রানিরহাট গ্রাম পঞ্চায়েতের মেচেনটারি গ্রামের ঘটনা । গতকাল রাত 11 টা নাগাদ এই হামলা হয় । জখম BJP কর্মীর নাম ক্ষীরপ্রসাদ রায় (34) । তাকে জখম অবস্থায় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । আজ মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয় । এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

অভিযোগ, BJP করার জন্য ক্ষীরপ্রসাদকে এর আগে একাধিকবার প্রাণে মারার হুমকি দিয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা । মেখলিগঞ্জ ব্লকের উত্তর মণ্ডল যুব মোর্চা সভাপতি বাপ্পা রায় বলেন, "আমাদের কর্মীকে তৃণমূল কংগ্রেসের লোকেরা বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রাণে মারার চেষ্টা করে । কোনওক্রমে সে বেঁচে যায় । আমরা এর প্রতিবাদ করছি । দোষীদের গ্রেপ্তার না করলে আন্দোলনে নামব ।"

অন্যদিকে, মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক উদয় রায় বলেন "কোনও তৃণমূলকর্মী হামলা চালায়নি । সম্পূর্ণ সাজানো ঘটনা ।"

Last Updated : May 29, 2019, 11:00 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details