পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Man throws out Mother: বন্ধ বার্ধক্য ভাতা, তাড়ালেন ছেলে-বৌমা ! বৃদ্ধার ঠাঁই গাছের নিচে ত্রিপলের তাঁবুতে - সর্বেশ্বরী বর্মন

মুমূর্ষু বৃদ্ধার বার্ধক্য ভাতা বন্ধ হতেই বাড়ি থেকে তাড়িয়ে দিলেন ছেলে ও বৌমা (Man throws out Mother) ৷ এমনটাই অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে ৷ কয়েক মুঠো মুড়ি খেয়ে দিনযাপন করছেন বছর 84'র ওই বৃদ্ধা ৷ কনকনে ঠান্ডায় স্থানীয়দের তৈরি করে দেওয়া গাছের নিচে ত্রিপলের তাবুই এখন তাঁর আশ্রয় ।

Man throws out Mother
Man throws out Mother

By

Published : Nov 25, 2022, 12:49 PM IST

কোচবিহার, 25 নভেম্বর: ছোট থেকে অনেক যত্নে ও আদরে বাবা-মা বড় করে তোলেন ছেলে-মেয়েকে ৷ অনেক আশা থাকে তাঁদের ৷ ছেলে-মেয়েরা সবসময় স্বপ্ন পূরণ করতে পারেন না । তবে শেষ বয়সের সম্বলটুকু হয়ে উঠবেন, এটাই চায় বাবা-মা ৷ কিন্তু কোচবিহারে হল উলটো ৷

এরকমই এক অমানবিক ছবি ধরা পড়ল কোচবিহারে ৷ মুমূর্ষু বৃদ্ধার বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গিয়েছে প্রায় বছর খানেক হল ৷ রয়েছে দুই ছেলে ৷ এর মধ্যে বড় ছেলে ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল । ঠান্ডার মধ্যে ছেড়া প্লাটিক ঘিরে মাথার উপর ত্রিপলের তাঁবুতে রাত্রিযাপন করছেন ওই বৃদ্ধা (Old Woman living under tree) । ভাত নয়, দু'মুঠো মুড়ি খেয়েই দিন কাটছে তাঁর । বৃদ্ধার উপর ছেলে ও তাঁর স্ত্রীর এমন অমানবিক ব্যবহারের বিষয়টি নজরে আসতেই প্রতিবাদে সামিল হয়েছেন স্থানীয়রা ।

বয়স 84'র বৃদ্ধার নাম সর্বেশ্বরী বর্মন । ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুড়ি এলাকায় । জানা গিয়েছে, ওই বৃদ্ধার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে । কখনও ছোট ছেলে আবার কখনও বড় ছেলের বাড়িতে থাকতেন তিনি । ছোট ছেলে হরেন বর্মন কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকেন । মুমূর্ষু বৃদ্ধা সর্বেশ্বরী বর্মনের অভিযোগ, গত দু'দিন আগে বড় ছেলে ও তাঁর স্ত্রী তাঁকে বাড়ি থেকে বের করে দেন ।

গাছের নিচে ত্রিপলের তাঁবুতে ঠাঁই বৃদ্ধার

এই বিষয়টি স্থানীয়দের নজরে আসে ৷ এরপরই স্থানীয়দের সহায়তায় একটি তাঁবু খাটিয়ে দিন কাটাচ্ছেন ওই বৃদ্ধা । দুই ছেলে থাকা সত্ত্বেও বৃদ্ধা মাকে খাবার দেওয়া হচ্ছে না ৷ খাবার দিলেও নাকি তিনি নোংরা করে রাখে বাড়ি ঘর ৷ এটাই নাকি দোষ মুমূর্ষু বৃদ্ধার (Son throws out from home) । এমনটাই অভিযোগ ছেলে ও বৌমার ৷ এলাকার মানুষজনের দাবি, প্রশাসন বিষয়টি দেখুক । কী কারণে বৃদ্ধাকে তাড়িয়ে দিলেন ছেলে ও তাঁর স্ত্রী, তা খতিয়ে দেখা হোক ৷

জানা গিয়েছে, ওই বৃদ্ধা বার্ধক্য ভাতা পেতেন ৷ কিন্তু প্রায় এক বছর যাবৎ বন্ধ হয়ে যায় তাঁর সেই বার্ধক্য ভাতা । বৃদ্ধার টাকা না থাকায় এরপরই তাঁর উপর অমানবিক ব্যবহারের অভিযোগ উঠেছে ছেলে ও বৌমার বিরূদ্ধে । এমন অভিযোগ তোলেন স্থানীয়রাই । আর ছেলে ও বৌমার এই ব্যবহারে চরম ক্ষোভ স্থানীয়দের মধ্যে । স্থানীয়দের দাবি, প্রশাসন যেন দ্রুত বার্ধক্য ভাতা চালু করে দেন বৃদ্ধার । স্থানীয় বাসিন্দা মিঠুন অধিকারী বলেন, "আগে বার্ধক্য ভাতা পেতেন ৷ বছর খানেক ধরে তা বন্ধ ৷ তাই হয়তো ছেলের কাছে ঠাঁই হয়নি । আমরা চাই কেউ এগিয়ে আসুক সাহায্যে ।"

আরও পড়ুন:স্ত্রী'র শোকে 25 বছর ধরে বাঁশঝাড়ে রাত কাটাচ্ছেন লোকু

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য পরেশচন্দ্র বর্মন বলেন, "বাড়ি থেকে বের করে দিয়েছে শুনে খুব খারাপ লাগল । বিষয়টি আমার জানা ছিল না ৷ খোঁজ নিয়ে দেখছি । বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গিয়েছে, এই বিষয়টি আমাকে কেউ জানায়নি । আমি ওই বৃদ্ধার ভাতা চালু করার বিষয়ে উদ্যোগ নেব ।" যদিও এই বিষয় নিয়ে বৃদ্ধার বড় ছেলে গজেন বর্মন ও তাঁর স্ত্রী ভারতীর দাবি, তাঁকে তাড়িয়ে দেওয়া হয়নি । এর বেশি কিছু বলতে চাননি বৃদ্ধার বড় ছেলে ও বৌমা ।

ABOUT THE AUTHOR

...view details