কোচবিহার, 10 এপ্রিল: কোরানা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন অনেকেই। এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়া হল কোচবিহার জেলা পুলিশের তরফে ৷
কোরোনা প্রতিরোধে সবচেয়ে বড় হাতিয়ার সামাজিক দূরত্ব। যে কারণে গোটা দেশে লকডাউন চলছে। এদিকে লকডাউনের জেরে রোজগার বন্ধ হয়ে গেছে অনেকের। বর্তমান পরিস্থিতিতে একদিকে যেমন দেশের স্বাস্থ্য পরিষেবা ঠিক রাখতে হচ্ছে, তেমনই সরকারকে ভাবতে হচ্ছে দিন আনা, দিন খাওয়া মানুষের কথা। এই অবস্থায় গড়া হয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল। মুখ্যমন্ত্রীর সেই তহবিলেই আজ কোচবিহার জেলা পুলিশের তরফে 12 লাখ 31 হাজার 300 টাকা অনুদান দেওয়া হল। এই অনুদানে জেলার সকল স্তরের সমস্ত পুলিশকর্মীদের অবদান রয়েছে বলে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে।