পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান কোচবিহার জেলা পুলিশের - মুখ্যমন্ত্রীর তহবিলে দান কোচবিহার পুলিশের

কোচবিহার জেলা পুলিশের সর্বস্তরের কর্মীরা মিলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 12 লাখ 31 হাজার 300 টাকা দিলেন।

Cooch Behar Police donate to CM fund
কোচবিহার পুলিশ

By

Published : Apr 10, 2020, 5:22 PM IST

কোচবিহার, 10 এপ্রিল: কোরানা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন অনেকেই। এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়া হল কোচবিহার জেলা পুলিশের তরফে ৷

কোরোনা প্রতিরোধে সবচেয়ে বড় হাতিয়ার সামাজিক দূরত্ব। যে কারণে গোটা দেশে লকডাউন চলছে। এদিকে লকডাউনের জেরে রোজগার বন্ধ হয়ে গেছে অনেকের। বর্তমান পরিস্থিতিতে একদিকে যেমন দেশের স্বাস্থ্য পরিষেবা ঠিক রাখতে হচ্ছে, তেমনই সরকারকে ভাবতে হচ্ছে দিন আনা, দিন খাওয়া মানুষের কথা। এই অবস্থায় গড়া হয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল। মুখ্যমন্ত্রীর সেই তহবিলেই আজ কোচবিহার জেলা পুলিশের তরফে 12 লাখ 31 হাজার 300 টাকা অনুদান দেওয়া হল। এই অনুদানে জেলার সকল স্তরের সমস্ত পুলিশকর্মীদের অবদান রয়েছে বলে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে।

এই বিষয়ে কোচবিহার জেলা পুলিশের এক কর্তা বলেন, "কোচবিহার জেলা পুলিশ সব সময় মানুষের পাশে রয়েছে । এই সামান্য অর্থ দুস্থ মানুষের কাজে লাগলে আমরা গর্বিত হব।"

কোচবিহার জেলা পুলিশের ওই কর্তা আরও বলেন, "বর্তমান আপৎকালীন অবস্থায় জেলা পুলিশ যেমন কাজ করছে, তেমনই করে যাবে। কোরানা প্রতিরোধে কোচবিহার জেলা পুলিশের তরফে সচেতনতার প্রচার চলবে। মানুষ যাতে লকডাউন মানে তার জন্য সবরকম প্রচেষ্টা চলছে।"

ABOUT THE AUTHOR

...view details