দিনহাটা, 15 অক্টোবর: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (North Bengal Development Minister Udayan Guha)-র ফ্লেক্স ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দিনহাটা 2 নম্বর ব্লকের চৌধুরীহাটে ৷ শনিবার সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা দেখতে পান, এলাকার একটি ফ্লেক্স থেকে উদয়ন গুহর মুখের অংশ কেটে নেওয়া হয়েছে ৷ এরপরেই স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় ৷
উদয়ন গুহর ছবি থেকে তাঁর মুখ কেটে নেওয়ার (TMC Flex Teared in Dinhata) ঘটনায়, শনিবার সকালে চৌধুরীহাটে ধিক্কার মিছিল করে তৃণমূল ৷ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তৃণমূলকর্মীরা ৷ অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত ৷ আর যাঁর পোস্টার থেকে মুখের অংশ কেটে নেওয়ার ঘটনা ঘটেছে, সেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ কী বলছেন ? তাঁর কথায়, কাপুরুষোচিত কাজকর্মের তিনি কোনও প্রতিক্রিয়া দেবেন না ৷ এটা নিয়ে তিনি কিছু করবেন না ৷