কোচবিহার, 20 জানুয়ারি : টানাপোড়েনের পর অবশেষে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য নিয়োগ করল শিক্ষা দপ্তর । বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন স্বরূপ চক্রবর্তী। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় এবং কোচবিহার জেলা প্রশাসনের কাছে সরকারি নির্দেশিকা এসে পৌঁছেছে । খুব শীঘ্রই স্বরূপ চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুৎ পাল বলেন, ‘‘চিরন্তন চট্টোপাধ্যায় উপাচার্যের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর পরিবর্তে মঙ্গলবার নতুন উপাচার্যের নাম ঘোষণা করা হয়েছে ।’’
জানা গিয়েছে, গত 24 ডিসেম্বর উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরন্তন চট্টোপাধ্যায়ের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগে 14 ডিসেম্বর রাজ্যপাল জগদীপ ধনকর টুইট করে জানান, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের দায়িত্ব নেবেন স্বরূপ চক্রবর্তী। কিন্তু 23 ডিসেম্বর আরেকটি টুইট করে রাজ্যপাল জানান, চিরন্তন চট্টোপাধ্যায়ের মেয়াদ একমাস বৃদ্ধি করা হল। এই টানাপোড়েনের মধ্যেই গত 15 জানুয়ারি হঠাৎই উপাচার্য চিরন্তন চট্টোপাধ্যায় কাউকে দায়িত্ব না দিয়ে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে চলে যান।
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্য়ালয়ের নয়া উপাচার্য, দায়িত্ব নিলেন স্বরূপ চক্রবর্তী - ড. স্বরূপ চক্রবর্তী
গত 24 ডিসেম্বর উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরন্তন চট্টোপাধ্যায়ের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগে 14 ডিসেম্বর রাজ্যপাল জগদীপ ধনকর টুইট করে জানান, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের দায়িত্ব নেবেন স্বরূপ চক্রবর্তী।
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্য়ালয়ের নয়া উপাচার্য, দায়িত্ব নিলেন ড. স্বরূপ চক্রবর্তী
আরও পড়ুন : ভুট্টার খোসা থেকে ক্যারিব্যাগ, দূষণমুক্তিতে দিশা দেখাচ্ছেন মালদার হ্যাপি
কারওকে দায়িত্ব না দিয়ে উপাচার্যের এভাবে চলে যাওয়ায় বিতর্ক শুরু হয় বিশ্ববিদ্যালয়ের অন্দরেই। এরপর মঙ্গলবার সরকারের তরফে নতুন উপাচার্যের নাম ঘোষণা করা হয় ৷ সেই সংক্রান্ত প্রয়োজনীয় চিঠি বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে ৷