পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিশীথের হয়ে ব্যাট ধরলেন গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ - Greater Coochbehar Peoples Association

রবিবার অনন্ত মহারাজ সোশ্যাল মিডিয়ায় তাঁর বক্তব্য তুলে ধরেন ৷ বলেন, "রাজবংশী সম্প্রদায়ের এক যুবক দেশের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন । তাই তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে । নিশীথ প্রামাণিককে তিনি চেনেন এবং জানেন । তাঁর জন্মস্থান দিনহাটায় ।"

নিশীথ প্রামাণিক
নিশীথ প্রামাণিক

By

Published : Jul 18, 2021, 9:49 PM IST

কোচবিহার, 18 জুলাই : স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব ইস্যুতে এবার পাশে দাঁড়ালেন গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ (রায়) । কেন্দ্রীয় মন্ত্রী বাংলাদেশি ! এই প্রশ্ন উঠতেই আজ বিকেলে গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজের সাফ বক্তব্য, নিশীথের জন্ম দিনহাটার ভেটাগুড়িতে । সেই দিনহাটা মহকুমাতেই বাড়ি অনন্ত মহারাজের । নিশীথের বাবা-মা সহ তাঁর পরিবারকে তিনি ভালোভাবে জানেন । কাজেই যাঁরা নিশীথের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁরা চক্রান্ত করছেন বলেই মত গ্রেটার সুপ্রিমোর ।

দিনহাটা মহকুমার খারিজা বালাডাঙা গ্রামে বাড়ি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের । তিনি দিনহাটার স্কুলে পড়াশোনা করেছেন এবং দিনহাটার এক প্রাথমিক স্কুলে শিক্ষকতাও করেন । 2013 সালে তাঁর মায়ের হাত ধরে রাজনীতিতে প্রবেশ । প্রথমে তৃণমূল যুবা, তারপরে তৃণমূল যুবতে যোগ । 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে ভেটাগুড়ি-1 গ্রাম পঞ্চায়েতের বালাডাঙা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচিত হন ।

এরপর 2018 সালে তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা না করলেও তাঁর নেতৃত্বে তৃণমূল যুব দিনহাটা -1 ব্লকের একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বহু আসনে তাঁর অনুগামীরা ভোটে জেতেন । ওই বছরই ডিসেম্বর মাসে দল বিরোধী কাজের জন্য নিশীথ প্রামাণিককে তৃণমূল থেকে বহিষ্কার করা হয় । পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন ।

2021 সালের বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন । কিন্তু তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়ে সাংসদ পদ বহাল রাখেন । দিনকয়েক আগে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নেন ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি যুব কল্যাণ মন্ত্রকেরও রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন । এরইমধ্যে তৃণমূলের তরফে নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয় । পাশাপাশি একই প্রশ্ন তুলেছেন অসমের সাংসদ রিপুন বোরা । প্রধানমন্ত্রীকে লেখা চিঠি গতকালই তিনি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন ।

সেখানে লেখা রয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নিয়োজিত নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব ও জন্মস্থান নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সংবাদমাধ্যমে । প্রকাশিত খবর অনুযায়ী নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক ।

আর এই ইস্যুতে যখন হইচই শুরু হয়েছে, তখন নিশীথ প্রামাণিকের পাশে দাঁড়ালেন গ্রেটার সুপ্রিমো মহারাজ অনন্ত রায় । রাজবংশীদের দাবি-দাওয়া নিয়ে যে সমস্ত সংগঠন আন্দোলন করেছেন অনন্ত মহারাজের নেতৃত্বাধীন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন তাদের মধ্যে অন্যতম । বিগত লোকসভা নির্বাচনে এবং এবারের বিধানসভা নির্বাচনে অনন্ত মহারাজ বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় প্রচারে গিয়েছিলেন । তবে আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে তৃণমূল তাঁকে নিজের দিকে টানার মরিয়া চেষ্টা চালাচ্ছে ।

এরই মধ্যে রবিবার অনন্ত মহারাজ সোশ্যাল মিডিয়ায় তাঁর বক্তব্য তুলে ধরেন ৷ বলেন, "রাজবংশী সম্প্রদায়ের এক যুবক দেশের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন । তাই তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে । নিশীথ প্রামাণিককে তিনি চেনেন এবং জানেন । তাঁর জন্মস্থান দিনহাটায় ।"

ABOUT THE AUTHOR

...view details