পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nisith slams Police: বিজেপি নেতার বাড়িতে তল্লাশির নামে পুলিশি আক্রমণের অভিযোগ নিশীথের - Nisith Pramanik

গত শনিবার দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা হয়েছিল ৷ এই ঘটনায় নাম পুলিশের পক্ষ থেকে মামলা রুজু হয় বিজেপি কর্মী পঙ্কজ বুচ্চার নামে ৷ তাঁর বাড়িতে তল্লাশির নামে তাণ্ডব চালিয়েছে পুলিশ, অভিযোগ নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik slams Police) ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 28, 2023, 2:05 PM IST

তল্লাশির নামে পুলিশি আক্রমণের অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথের

কোচবিহার, 28 ফেব্রুয়ারি:গত শনিবার দিনহাটার বুড়িরহাটে গণ্ডগোলের ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মী পঙ্কজ বুচ্চার বাড়িতে রবিবার গভীর রাতে তাণ্ডব চালিয়েছে পুলিশ । তল্লাশির নামে তাঁর ফ্ল্যাটবাড়িতে যা করা হয়েছে তা ঠিক হয়নি । এমনটাই অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের । সোমবার রাতে কোচবিহার শহরের বাদুড়বাগান এলাকায় বিজেপি কর্মীর ওই ফ্ল্যাট বাড়িতে যান নিশীথ প্রামাণিক । সেখানেই তিনি এই অভিযোগ করেছেন (Nisith Pramanik slams Police) ।

দিনহাটার যে সমস্ত বিজেপি কর্মী আক্রান্ত হয়েছন তাদের সঙ্গেও আজ, মঙ্গলবার দেখা করবেন বলে তিনি উল্লেখ করেন ৷ তাঁকে বাধা দিতে গেলে তা ধোপে টিকবে না বলে তিনি উল্লেখ করেন ৷ তাছাড়া তাঁকে যদি বাধা দেওয়া হয়, তাহলে বাধা দিলে যা হয় তাই হবে । বাধাকে উপেক্ষা করে কি করে এগোতে হয় তাও জানা আছে বলেও উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ পঙ্কজ বুচ্চার পাশাপাশি এদিন রাতে পুলিশের মামলায় অভিযুক্ত বিজেপির কোচবিহার জেলা সম্পাদক বিরাজ বোস, জেলা সম্পাদক দীপা চক্রবর্তী, মহিলা সভানেত্রী অর্পিতা নারায়ণের বাড়িতেও যান নিশীথ প্রামাণিক ৷ এই বিজেপি নেতাদের নামে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে ৷ তারপর থেকেই বাড়ি ছাড়া তাঁরা । ওইসকল বিজেপি নেতাদের বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলতেই এদিন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির কর্মকর্তাদের বাড়িতে গিয়েছিলেন ।

আরও পড়ুন:পুলিশ তৃণমূলের চামচাগিরি করছে, হামলা প্রসঙ্গে মন্তব্য নিশীথের

প্রসঙ্গত, শনিবার দুপুরে দিনহাটার বুড়িরহাট এলাকা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় যাওয়ার সময় তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে দিনহাটার বুড়িরহাট এলাকা । গুলি ও বোমাবাজির ঘটনাও ঘটে । কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ । তার গাড়িতেও গুলি লাগে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের দাবি । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে প্রথমে লাঠিচার্জ ও পরে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয় । ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয় । সেই ঘটনায় বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায়, জেলা সম্পাদক বিরাজ বোস, জেলা সম্পাদক দীপা চক্রবর্তী, জেলা বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ-সহ 48 জনের নামে স্বতঃপ্রণোদিত মামলা করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ । তাদের বিরুদ্ধে অস্ত্র আইন, খুনের চেষ্টা সহ জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা করা হয়েছে । মামলা দায়ের হতেই গা ঢাকা দিয়েছে অভিযুক্তদের একাংশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details