পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: 'মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডার পিসি', তৃণমূল সুপ্রিমোকে পালটা আক্রমণ নিশীথের

সোমবার কোচবিহারের চান্দামারি থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত এই জেলায় বিএসএফের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ করেন মমতা ৷ এর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে গুন্ডা বলেন নেত্রী ৷

ETV Bharat
নিশীথ বনাম মমতা

By

Published : Jun 27, 2023, 9:36 AM IST

Updated : Jun 27, 2023, 9:44 AM IST

চান্দামারি, 27 জুন: "আমি যদি গুন্ডা হই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডার পিসি", সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীকে এই ভাষাতেই আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ তিনি মুখ্যমন্ত্রীকে তুলোধনা করার পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও 'গুন্ডা' বলে উল্লেখ করেন ৷ সোমবার কোচবিহারের চান্দামারিতে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেন তৃণমূল সুপ্রিমো ৷

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত এই জেলায় বিএসএফ-কে আক্রমণ করেন মমতা ৷ এ নিয়েও তৃণমূল নেত্রীকে একহাত নেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ তিনি বলেন, "বিএসএফ পরিবার-পরিজন ছেড়ে সীমান্তে এসে পাহারা দিচ্ছে ৷ তাঁদের বিরুদ্ধে কিছু বলা মানে সংবিধানকে অপমান করা ৷ আর যখন পাচারকারীদের মৃত্যু হয়, তখন কি এমন স্বার্থ লঙ্ঘিত হয় যে, তৃণমূল সুপ্রিমো-সহ তৃণমূলের নেতারা রে রে করে ওঠে ?"

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার 1 নম্বর ব্লকের চান্দামারির প্রাণনাথ হাইস্কুলের মাঠে পঞ্চায়েত ভোটের প্রচার সভা করেন ৷ পঞ্চায়েত নির্বাচনী সভার মঞ্চ থেকে দিনহাটার বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী ৷ এদিন তিনি বলেন, "একটা গুন্ডা কখনও হোম মিনিস্টার হয় ? এখানে যখন বিএসএফ লোককে গুলি করে মেরে দিচ্ছে, তখন তিনি আফ্রিকায় ঘুরছেন ৷ তারপর 100টি গাড়ির কনভয় নিয়ে ঢুকে পড়বেন ভোটে ৷"

মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন, পঞ্চায়েত ভোটের সময় ওইরকম লম্বা কনভয় নিয়ে ঢোকা যাবে না ৷ পাশাপাশি বিএসএফের সমালোচনাতে সরব হন মুখ্যমন্ত্রী ৷ বিএসএফ-এর বিরুদ্ধে তাঁর অভিযোগ, বিএসএফ একের পর এক লোককে গুলি করে মারছে ৷ গুলি করে মারা যেন অধিকারের মধ্যে পড়ে গিয়েছে ৷ মুখ্যমন্ত্রী আরও জানান, বিএসএফ সীমান্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে ৷

আরও পড়ুন: দিল্লিতে বিজেপির বিরুদ্ধে মহাজোট হলেও বাংলায় তৃণমূলই প্রধান শক্তি, ফের বললেন মমতা

পঞ্চায়েত ভোটের আগে তিনি সতর্ক করেন, "আপনাদের ভয় দেখাবে ৷ বিএসএফ ভয় দেখালে আমাদের এসে জানান ৷" বিএসএফের গুলিতে নিহত স্বজনহারাদের পাশে থাকবে তৃণমূল ৷ এদিন এই বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপরই রাতে মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ৷

Last Updated : Jun 27, 2023, 9:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details