শিলিগুড়ি, 21 ফেব্রুয়ারি: আজ মঙ্গলবার থেকে চালু হতে চলেছে কোচবিহার বিমানবন্দরে বিমান পরিষেবা । আর সেই বিমানবন্দর চালু হওয়ার পিছনে কেন্দ্রের পাশাপাশি যে রাজ্যের অবদান রয়েছে তা পরিষ্কার করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik Acknowledges the contribution of State behind the Launch of Cooch Behar Air Service)। সোমবার দিল্লি থেকে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি একথা জানান । এরপর সেখান থেকে সড়কপথে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন । তবে এদিন বিএসএফ ইস্যুতে তার বাড়ি ঘেরাও নিয়ে রাজ্যের শাসকদলকে একহাত নেন । পাশাপাশি ডিএ বৃদ্ধি নিয়ে রাজ্যের বিরুদ্ধে আন্দোলনকারীদের পক্ষেও সওয়াল তোলেন নিশীথ ।
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিএফএফ ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস । এই বিষয়ে নিশীথ প্রামাণিক বলেন, "কোনও কাজ করার পরে অনেকের পছন্দ নাও হতে পারে । তার জন্য কার্যালয় ঘেরাও করা যায় । কিন্তু বাড়ি ঘেরাও করাটা দুর্ভাগ্যজনক । আসলে দিদি-ভাইপোর রাজনীতি চলছে রাজ্যে । একজন অপরিপক্ককে দিয়ে রাজনীতি করানো হচ্ছে । তবে এর পালটা কী করা হবে সেটা দল ঠিক করবে ।"