পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nisith Pramanik hits back Abhishek Banerjee: 'অভিষেকের মন্তব্য দুর্ভাগ্যজনক !' বিএসএফ ইস্যুতে জবাব নিশীথের - কোচবিহার

রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের মৃত্যুতে বিএসএফ-কে কাঠগড়ায় তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee slams BSF) ৷ এবার তারই জবাব দিতে মুখ খুললেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik hits back Abhishek Banerjee) ৷

Nisith Pramanik hits back Abhishek Banerjee over BSF Issue
ফাইল ছবি

By

Published : Feb 13, 2023, 4:00 PM IST

নিশীথ প্রামাণিকের জবাব

কোচবিহার, 13 ফেব্রুয়ারি:"বিএসএফ সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য (Abhishek Banerjee slams BSF) করেছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷" এভাবেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদকে জবাব দিলেন কোচবিহারের সাংসদ তথা স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik hits back Abhishek Banerjee) ৷

গত 11 ফেব্রুয়ারি কোচবিহারের মাথাভাঙায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সভা থেকে বিএসএফকে নিশানা করেন তিনি ৷ জেলার রাজবংশী ছেলে প্রেমকুমার বর্মনের মৃত্যুর ঘটনায় বিএসএফকে কাঠগড়ায় তোলেন অভিষেক ৷ তাঁর দাবি ছিল, 23 বছরের প্রেমকুমারকে বিনা প্ররোচনায় খুন করেছেন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা ! উপরন্তু, নিহত যুবকের গায়ে পাচারকারীর তকমা সেঁটে দেওয়া হয়েছে ! আইনি পথে এই ঘটনার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক ৷ নিহত প্রেমকুমারের বাবা, মা ও দাদাকে পাশে দাঁড় করিয়ে প্রশ্ন তুলেছেন, এই ঘটনার পর কেন কোনও পদক্ষেপ করলেন না কোচবিহারের সাংসদ তথা অমিত শাহের ডেপুটি ?

আরও পড়ুন:'এর শেষ দেখে ছাড়ব !' যুবক খুনে বিএসএফকে হুংকার অভিষেকের

অভিষেকের তোলা এই অভিযোগ নিয়ে ইতিমধ্য়েই রাজ্য রাজনীতিতে জলঘোলা শুরু হয়েছে ৷ তারই মধ্য়ে আগামী 19 ফেব্রুয়ারি কোচবিহারে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি হাতে নিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস ৷ বিজেপির পক্ষ থেকে তৃণমূলের এই পদক্ষেপের সমালোচনা করা হচ্ছে ৷ এই প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্যের জবাব দিলেন নিশীথ ৷

একটি ভিডিয়োবার্তায় নিশীথকে বলতে শোনা গিয়েছে, "অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রতিনিধি ৷ তাঁর মুখে বিএসএফ সম্পর্কে এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ যে বিএসএফ জওয়ানরা নিজেদের ঘর, পরিবার, সংসার, সন্তান ছেড়ে এসে সীমান্ত পাহারা দিচ্ছেন, সীমান্ত সুরক্ষিত রাখছেন ৷ তাঁদের নিয়ে এমন মন্তব্য অভিপ্রেত নয় ৷ বস্তুত, তাঁদের কাঠগড়ায় তুলে অভিষেক আদতে গোটা দেশকেই ছোট করেছেন অভিষেক ৷ একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছে এমন আচরণ কখনই কাম্য নয় ৷" এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এর কোনও প্রত্যুত্তর আসে কিনা, এখন সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details