কোচবিহার, 13 ফেব্রুয়ারি:"বিএসএফ সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য (Abhishek Banerjee slams BSF) করেছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷" এভাবেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদকে জবাব দিলেন কোচবিহারের সাংসদ তথা স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik hits back Abhishek Banerjee) ৷
গত 11 ফেব্রুয়ারি কোচবিহারের মাথাভাঙায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সভা থেকে বিএসএফকে নিশানা করেন তিনি ৷ জেলার রাজবংশী ছেলে প্রেমকুমার বর্মনের মৃত্যুর ঘটনায় বিএসএফকে কাঠগড়ায় তোলেন অভিষেক ৷ তাঁর দাবি ছিল, 23 বছরের প্রেমকুমারকে বিনা প্ররোচনায় খুন করেছেন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা ! উপরন্তু, নিহত যুবকের গায়ে পাচারকারীর তকমা সেঁটে দেওয়া হয়েছে ! আইনি পথে এই ঘটনার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক ৷ নিহত প্রেমকুমারের বাবা, মা ও দাদাকে পাশে দাঁড় করিয়ে প্রশ্ন তুলেছেন, এই ঘটনার পর কেন কোনও পদক্ষেপ করলেন না কোচবিহারের সাংসদ তথা অমিত শাহের ডেপুটি ?