কোচবিহার, 24 অক্টোবর : দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ভোট প্রচারের শেষ লগ্নে সোমবার দিনহাটায় আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর বারোটায় শহরের সংহতি ময়দানে দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ'র সমর্থনে সভা করবেন তিনি। ইতিমধ্যেই সেই সভাকে ঘিরে উন্মাদনা ছড়িয়েছে দিনহাটায়।
তবে অভিষেকের এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। রবিবার তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানেই সভা করতে যান, সেখানে তৃণমূলের ভরাডুবি হয়। অতীতেও তার প্রমাণ মিলেছে।’’ আগামী ৩০ অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্র উপ-নির্বাচন। তৃণমূল প্রার্থী উদয়ন গুহ'র সমর্থনে ইতিমধ্যেই দিনহাটায় প্রচার করে গিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল নেতা সুব্রত বক্সী, তৃণমূল যুবর রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ প্রমুখ।