পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Leader Arrest: নিশীথ প্রামাণিক ঘনিষ্ঠ বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ - Panchayat Elections

Close aide of Union Minister Nisith Pramanik arrested: অসম-বাংলা সীমান্তের বক্সিরহাট থেকে শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয় ৷ কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, "দু'টি মামলায় ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে ৷"

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 22, 2023, 10:11 AM IST

Updated : Jul 22, 2023, 10:27 AM IST

বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ

কোচবিহার, 22 জুলাই: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ঘনিষ্ঠ দিনহাটার বিজেপি নেতা অজয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ। বুড়িরহাটের গণ্ডগোল-সহ একাধিক মামলায় তিনি অভিযুক্ত। অসম থেকে রাজ্যে ফেরার পথে বক্সিরহাট থেকে তাঁকে গ্রেফতার করেছে। এই বিজেপি নেতা গত 10 জুলাই দিনহাটার স্ট্রংরুমে ঢুকে বিতর্কে জড়িয়েছিলেন। সেই মামলা-সহ আরও দু'টি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি গত ফেব্রুয়ারি মাসে দিনহাটার বুড়িরহাটে নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার পর তৃণমূল ও বিজেপি সংঘর্ষের ঘটনায় অন্যতম অভিযুক্তও ছিলেন এই অজয়।

কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, "দু'টি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।" পুরো বিষয়টি নিয়ে বিজেপির কোচবিহার জেলা কমিটির সদস্য জয়দীপ ঘোষ বলেন, "গত 10 জুলাই স্ট্রংরুমে প্রশাসনের পক্ষ থেকে অজয় রায়কে ডাকা হয়েছিল। সেখানে অজয় রায় স্ট্রংরুম কেন খোলা আছে তার প্রতিবাদ করছিলেন। পরবর্তীতে উদয়ন গুহের নেতৃত্বে তাঁর ওপর হামলা হয়। তাঁর গাড়ি ভাঙচুর হয়। অথচ অজয় রায়কেই আবার গ্রেফতার করা হল!"

যদিও রাজ্য তৃণমূলের মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতীম রায় বলেন, "যতদূর শুনেছি পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। আইন অনুযায়ী তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।" জানা গিয়েছে, অজয় রায় আগে তৃণমূল করলেও 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। পরবর্তী সময়ে তাঁকে দিনহাটা শহর মণ্ডলের দায়িত্ব দেওয়া হয়। ওই বছর বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর দিন কয়েক পর দিনহাটা শহরের পাওয়ার হাউজ মোড়ে উদয়ন গুহের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে অজয় রায় ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

সেই ঘটনার পর দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। পরবর্তী কালে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বাড়ি ফেরেন। এরপর পঞ্চায়েত নির্বাচনে সামনে থেকে দলকে নেতৃত্ব দেন। গত 10 জুলাই দিনহাটা হাইস্কুলের ডিসিআরসি সেন্টারের মধ্যে থাকা স্ট্রংরুমে ঢুকে বিতর্কে জড়িয়েছিলেন। খবর পেয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তাঁর অনুগামীদের নিয়ে ডিসিআরসি সেন্টারে ঢুকলে উত্তেজনা ছড়ায়। ধুন্ধুমার বেঁধে যায়। এরপর শুক্রবার রাতে তিনি যখন অসম থেকে ফিরছিলেন সেসময় তাঁকে অসম-বাংলা সীমান্তের বক্সিরহাট থেকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন:কালিম্পংয়ে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার 4

Last Updated : Jul 22, 2023, 10:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details