পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nisith Pramanik: কমিশন চাইলে 24 ঘণ্টার মধ্যে আধাসেনা দিতে প্রস্তুত কেন্দ্র: নিশীথ প্রামাণিক - দিনহাটায় দলীয় প্রার্থীদের সঙ্গে

রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব বাম ডান সব পক্ষই ৷ এর মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন বাহিনী দিতে কেন্দ্র প্রস্তুত ৷

Etv Bharat
নিশীথ প্রামানিক

By

Published : Jun 10, 2023, 9:54 PM IST

নিশীথ প্রামাণিক

কোচবিহার, 10 জুন: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী দিতে প্রস্তুত কেন্দ্র ৷ তা ফের একবার মনে করিয়ে দিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ৷ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে যে কোনও পরিস্থিতি মোকাবিলায় যদি আধাসেনা চায় রাজ্য সরকার বা নির্বাচন কমিশন, তবে 24 ঘণ্টার মধ্যে তা দিতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। দিনহাটায় দলীয় প্রার্থীদের সঙ্গে মনোনয়ন জমা দিতে গিয়ে এমনটাই জানান নিশীথ প্রামাণিক ৷

রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব বাম ডান সব পক্ষই ৷ আর সেই দাবি অনেকটাই জোরাল হয়েছে শুক্রবার মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস নেতার খুনের ঘটনার পর ৷ বাড়ির সামনেই খড়গ্রামের কংগ্রেস নেতা ফুলচাঁদ শেখকে গুলি করে খুন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ কংগ্রেসের ৷ সেই ঘটনার পরই শনিবার রাজ্যপালকে চিঠি দিয়ে ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ একই দাবি করেছে বিজেপি ৷

রাজ্য পুলিশে অনাস্থা প্রকাশ করেছে বামেরাও ৷ আর এর মাঝেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করে দিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ৷ এদিন দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জ বিডিও অফিসে বিজেপি প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় বাহিনী দিতে কোনও আপত্তি নেই মোদি সরকারের।

কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে অবশ্য বেশ কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয় ৷ কেন্দ্র সরাসরি বাহিনী পাঠাতে অপারগ ৷ এক্ষেত্রে রাজ্য সরকার বা নির্বাচন কমিশনকে কেন্দ্রের কাছে আবেদন জানাতে হবে ৷ তবেই কেন্দ্র বাহিনী দিতে পারবে ৷ এদিন নিশীথ প্রামাণিক কার্যত বিস্ময় প্রকাশ করে বলেন, "বিগত দিনে নির্বাচনগুলিতে যে ধরণের হিংসা হয়েছে তারপরও নির্বাচন কমিশন এক দফায় ভোট করাতে পারে !" পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন চলাকালীন কোনও গন্ডগোল হলে তার দায় রাজ্যের পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশনকে নিতে হবে বলেও জানান তিনি। এদিন তিনি নিজে দাড়িয়ে থেকে বিজেপি প্রার্থীদের সাহেবগঞ্জ বিডিও অফিসে প্রবেশ করান।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটে হিংসা বরদাস্ত নয়, কড়াবার্তা রাজ্যপালের

শুক্রবার থেকে গোটা রাজ্যের সঙ্গে কোচবিহারেও নমিনেশন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। ওইদিন অবশ্য নমিনেশন জমা দেওয়ার ব্যবস্থা করেনি প্রশাসন এই অভিযোগ তুলে তুফানগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। এরপর এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিনহাটা 2 ব্লকের সাহেবগঞ্জ বিডিও অফিসে দলীয় প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক সুকুমার রায়, বিধায়ক নিখিল রঞ্জন দে। জেলার সবকটি গ্রাম পঞ্চায়েতেই 100 শতাংশ আসনে বিজেপি প্রার্থী দেবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

ABOUT THE AUTHOR

...view details