কোচবিহার, ২৮ মার্চ : পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই BJP-র সঙ্গে যোগাযোগ ছিল নিশীথ প্রামাণিকের। গতকাল এই দাবি করেন BJP নেত্রী রূপা গাঙ্গুলি। পাশাপাশি তিনি বলেন, "কোচবিহার লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের দলে আলাদা জায়গা রয়েছে। ওকে জেতাতে একাধিক কেন্দ্রীয় নেতারা সভা করতে কোচবিহারে আসবেন।"
গত পঞ্চায়েত নির্বাচনের সময় কোচবিহারে তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল তুঙ্গে ওঠে। তৃণমূল যুব কংগ্রেসের একাধিক কর্মী ভোটে তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়ান। নির্বাচনের ফলে দেখা যায়, পঞ্চায়েতের তিনটি স্তরেই দলের যুব সংগঠনের প্রার্থীরা ভালো ফল করেছেন। BJP-র সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে সেই অভিযোগে গত বছরের ৭ ডিসেম্বর নিশীথকে তৃণমূল যুব কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। তৃণমূল সূত্রে খবর, ৭ ডিসেম্বর কোচবিহারে অমিত শাহের সভা ছিল। নিশীথ নাকি সেই সভায় মাঠ ভরাতে সহযোগিতা করেছিল। তার জেরেই তাকে বহিষ্কার করা হয়।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নিশীথ BJP-তে যোগ দেয়। এরপর BJP-র তরফে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হয়। BJP প্রার্থী হিসাবে তার নাম ঘোষণার পর নিশীথ কোচবিহারে এলেও দিনহাটার ভেটাগুড়িতে নিজের বাড়িতে আসেননি। অবশেষে আজ দুপুরে ভেটাগুড়ির চৌপথি এলাকায় নিজের বাড়িতে আসেন নিশীথ। সঙ্গে ছিলেন BJP নেত্রী রূপা গাঙ্গুলি সহ দলের বহু নেতা-কর্মী।