কোচবিহার, 28 মে : কোচবিহারে ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া শিশুদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন বা এনসিপিসিআর ৷ এ নিয়ে কড়া পদক্ষেপ করতে জেলা পুলিশ সুপারকে চিঠি দিয়েছে কমিশন ৷ প্রসঙ্গত, গত 4 মে কমিশনে একটি অভিযোগ জমা পড়েছিল ৷ যেখানে বলা হয়েছিল, ভোট পরবর্তী হিংসায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের তরফে হুমকি দেওয়া হয়েছে কোচবিহারের বহু মানুষকে ৷ যে হুমকির শিকার হয়েছে শিশুরাও ৷ পরিবার সহ তাদের বাসস্থান ছেড়ে চলে যেতে হয়েছে ৷ তাই জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে জেলা প্রশাসনকে দ্রুত পরিবারগুলিকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করতে বলা হয়েছে ৷
চিঠিতে আরও বলা হয়েছে, কমিশনের কাছে থাকা তথ্য অনুযায়ী, প্রতিবেশী রাজ্য অসমে তিনটি অস্থায়ী শিবিরে ওই শিশুরা তাদের পরিবারের সঙ্গে আশ্রয় নিয়েছে । তথ্য অনুযায়ী প্রায় 42 জন শিশু সেখানে রয়েছে ৷ গত 16 মে তাদের বিবৃতি রেকর্ড করা হয়েছে কমিশনের তরফে ৷ পুলিশ সুপারকে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, হিংসার ঘটনায় এবং ঘরছাড়ার আতঙ্কে ওই শিশুরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে ৷ তাঁদের বিকাশের ক্ষেত্রে এর প্রভাব পড়বে ৷ এমনকি তাদের স্কুলের বই, ব্যাগ ও ঠিকঠাক জামাকাপড় পর্যন্ত নেই ৷ অনেকেই তাদের বাবা অথবা মা-কে হারিয়েছে ৷ এই পরিস্থিতিতে ওই শিশুরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে ৷