পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NBSTC Bus Depot: দার্জিলিংয়ে চালু হচ্ছে নতুন ডিপো, উদ্বোধন পুজোর আগেই - North Bengal State Transport Corporation

উত্তরবঙ্গের যাত্রী ও পর্যটকদের জন্য সুখবর ৷ দার্জিলিং থেকে শিলিগুড়ি আসতে আর রাতভর অপেক্ষা করতে হবে না ৷ দার্জিলিংয়ে চালু হচ্ছে এনবিএসটিসির নয়া বাস ডিপো(NBSTC Bus Depot)৷

Etv Bharat
দার্জিলিংয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিববহণ সংস্থার বাস ডিপো

By

Published : Sep 18, 2022, 1:42 PM IST

কোচবিহার, 18 সেপ্টেম্বর: শৈলশহর দার্জিলিংয়ে প্রায় এক কোটি টাকা খরচ করে নতুন ডিপো তৈরি করেছে পরিবহণ সংস্থা এনবিএসটিসি (NBSTC)৷ সেই ডিপোতেই টিকিট কাউন্টার, ওয়ার্কশপ, যাত্রীদের বসার ব্যবস্থা সবই রয়েছে ৷ দার্জিলিং শহর থেকে 8 কিলোমিটার দূরে গোলাই বাজার এলাকায় 10 ডেসিমেল জমিতে ওই ডিপো তৈরি করা হয়েছে(NBSTC New Bus Depot Starts in Darjeeling)।

সবকিছু ঠিকঠাক থাকলে 21 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এলে সেই ডিপো উদ্বোধন করতে পারেন । এই ডিপো উদ্বোধন হওয়ার ফলে দার্জিলিংয়ে এনবিএসটিসি পরিষেবার উন্নতি হবে বলে কর্তাদের অভিমত(NBSTC Bus Depot in Darjeeling)।

দার্জিলিংয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিববহণ সংস্থার বাস ডিপো

আরও পড়ুন :সবুজের পথে হাতছানি প্রকল্পে এবার জুড়তে চলেছে দার্জিলিং ও গ্যাংটক রুট

সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "98 লক্ষ টাকা খরচ করে দার্জিলিংয়ের পরিকাঠামোটি তৈরি করা হয়েছে । এতে এই এলাকার যাত্রীরা উপকৃত হবেন । শীঘ্রই এটির উদ্বোধন হবে । এজন্য পরিবহণ দফতরে চিঠিও পাঠানো হয়েছে । সেখান থেকে সবুজ সংকেত মিললেই সিদ্ধান্ত নেওয়া হবে ।"

দার্জিলিংয়ে এনবিএসটিসির নিজস্ব কোনও ডিপো ছিল না । এতদিন দার্জিলিং বাজারে যেখানে সমস্ত গাড়ি দাঁড়ায় সেখানেই সংস্থার দুটো বাস দাঁড়াত । রাতে বাস রাখার কোনও জায়গা না থাকায় সকালে দার্জিলিং থেকে যাত্রীরা বাসে করে শিলিগুড়ি আসতে পারতেন না । তাঁদের শিলিগুড়ি থেকে বাস আসার জন্য অপেক্ষা করতে হত । নতুন এই ডিপো উদ্বোধন হলে এখন থেকে এখানেই বাস রাতে থাকবে । দ্বিতল ভবনে নিচতলায় ওয়ার্কশপ, বাসশেড রয়েছে । এছাড়া 6টি বাস দাঁড়াতে পারবে । পাশাপাশি টিকিট বুকিং কাউন্টার ও যাত্রীদের বসার জায়গা থেকে শুরু করে শৌচাগার, ডিপো ইনচার্জের চেম্বার সবই করা হয়েছে । এতে যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করছেন সকলে ৷

আরও পড়ুন :চতুর্থী ও পঞ্চমীতে শিলিগুড়িতে পুজো পরিক্রমার ব্যবস্থা এনবিএসটিসির

ABOUT THE AUTHOR

...view details