পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NBSTC Staff Crisis: কর্মী সংকটে ধুঁকছে এনবিএসটিসি, 250 বাস নামছে না রাস্তায়

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় কর্মী সংকটে জন্য় প্রায় আড়াইশো বাস রাস্তায় নামতে পারছে না (NBSTC Staff Crisis)। কন্ডাক্টরকে দিয়ে ক্লার্কের কাজ ও আধিকারিকদের দিয়ে ইন্সপেক্টরের কাজ করানো হচ্ছে।

nbstc is facing labor crisis
কর্মী সংকটে ধুঁকছে এনবিএসটিসি

By

Published : Mar 25, 2022, 12:28 PM IST

কোচবিহার, 25 মার্চ: কর্মী সংকটে ধুঁকছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC Staff Crisis) ৷ গত কয়েক বছরে বহু কর্মী অবসর নিলেও সেসব জায়গায় নতুন করে নিয়োগ না হওয়ায় প্রায় আড়াইশো বাস রাস্তায় নামতে পারছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কন্ডাক্টরকে দিয়ে ক্লার্কের কাজ ও আধিকারিকদের দিয়ে ইন্সপেক্টরের কাজ করানো হচ্ছে।

আরও পড়ুন : শিলিগুড়িতে পথে নামল না বেসরকারি বাস, ভরসা সরকারি পরিবহণ

সূত্রের খবর, গত একবছর সমস্যা সমাধানের জন্য় একাধিকবার পরিবহণ দফতরে চিঠি পাঠিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু সেখান থেকে কোনও নির্দেশ না আসায় নতুন করে নিয়োগ হয়নি। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "কর্মীর অভাবে বেশ কিছু বাস রাস্তায় নামানো যাচ্ছে না। আশা করছি খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।’’ এই পরিবহণ সংস্থার বাস এরাজ্যের পাশাপাশি ভিনরাজ্যে যাতায়াত করে। বর্তমানে 350টি বাস রাস্তায় চলাচল করে। কন্ডাক্টর ও চালকের অভাবে বিভিন্ন ডিপোতে আরও 250টি বাস পড়ে রয়েছে। বর্তমানে সংস্থার খরচ 16 কোটি টাকা। অপরদিকে, আয় হয় 13 কোটি টাকা। এই বাসগুলো চালাতে প্রায় 250 জন চালক এবং 153 জন কন্ডাক্টরের প্রয়োজন। এছাড়া 15 জন চিফ ইন্সপেক্টর, 15 জন ইন্সপেক্টর-সহ আরও বেশ কিছু অফিস আধিকারিক নিয়োগ করা দরকার। যতদিন এই নিয়োগ না হচ্ছে, ততদিন সংস্থার ঘুরে দাঁড়ানো মুশকিল বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details