কোচবিহার, 3 সেপ্টেম্বর: এনবিএসটিসি’র বাস কন্ডাক্টরকে ট্যাক্সিচালকদের একাংশ মারধর করেছে (NBSTC Conductor Allegedly Beaten by Taxi Drivers) ৷ এই অভিযোগে কোচবিহারের হাসপাতাল মোড়ে পথ অবরোধ করল এনবিএসটিসি’র কর্মীরা ৷ শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহার শহরে ৷ এই ঘটনার জেরে সুনীতি রোডে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ৷ খবর পেয়ে কোতোয়ালি থানা থেকে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ আক্রান্ত বাস কন্ডাক্টর অভিনন্দন দত্ত জখম অবস্থায় কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ট্যাক্সি চালকরা ৷
এনবিএসটিসি’র কোচবিহার ডিপোর পাশেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড ৷ এ দিন দুপুরে এনবিএসটিসি কোচবিহার ডিপো থেকে একটি বাস বেরিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল ৷ সেই সময় ডিপোর সামনে একটি ট্যাক্সি এসে দাঁড়ায় ৷ সেই ট্যাক্সি চালককে বাস কন্ডাক্টর সরে যেতে বলেন ৷ কিন্তু, এ নিয়ে ট্যাক্সি চালকদের সঙ্গে কন্ডাক্টরের বচসা শুরু হয়ে যায় ৷ পরে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ৷
ঘটনার প্রতিবাদে হাসপাতাল মোড়ে পথ অবরোধ শুরু করে এনবিএসটিসি’র কর্মীরা ৷ যার জেরে কোচবিহারের সুনীতি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ অন্যদিকে, হাসপাতালে ভর্তি কন্ডাক্টর অভিনন্দন দত্ত বলেন, ‘‘এ দিন বাস বের করছিলাম। সেই সময় একটি ট্যাক্সি এসে দাঁড়ালে, চালককে সরতে বলি ৷ তখনই বাকি ট্যাক্সি চালকরা এসে আমাকে ব্যাপক মারধর করে ৷
এনবিএসটিসি’র বাসকর্মীকে মারধরের অভিযোগে পথ অবরোধ কোচবিহারে আরও পড়ুন:100 দিনের কাজের নামে বৃদ্ধাকে 'প্রতারণা'! প্রতিবাদ করলে মারধরের অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে
নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িস ইউনিয়নের সম্পাদক গৌতম কুণ্ডু বলেন, ‘‘এ দিন যেভাবে আমাদের কর্মীকে মারধর করা হল, সেই ঘটনার প্রতিবাদে এই পথ অবরোধ করা হয়েছে ৷’’ যদিও অভিযোগ অস্বীকার করেছে কোচবিহার জেলা ট্যাক্সি ইউনিয়নের সম্পাদক খোকন ঘোষ ৷ তিনি বলেন, ‘‘বাইরে থেকে একটি ট্যাক্সি রোগী নিয়ে এসে ওই ডিপোর সামনে দাঁড়িয়ে ছিল ৷ ওই ট্যাক্সিচালককেই পরিবহণ কর্মীরা মারধর করেছে ৷’’ ঘটনায় এক ট্যাক্সি চালককে আটক করেছে পুলিশ ৷