জলপাইগুড়ি, 11 ফেব্রুয়ারি : কোচবিহারের পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে বড়সড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ সাংসদ নিশীথ প্রামাণিকের দাবি মেনে আধাসামরিক বাহিনীতে নারায়ণী ব্যাটেলিয়ন গড়বে কেন্দ্রীয় সরকার ৷ ঘোষণা করলেন অমিত শাহ । পাশাপাশি রাজবংশী, কামতাপুরীদের দিলেন ঢালাও প্রতিশ্রুতি ।
গত বছর সংসদে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক আধাসামরিক বাহিনীতে নারায়ণী ব্যাটেলিয়ন গড়ার দাবি জানান । নারায়ণী সেনা নিয়ে আজ শাহ ঘোষণা করতে পারেন বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন সাংসদ ৷ আজ সেইমতো কোচবিহারের রাসমেলার ময়দান থেকে আধাসামরিক বাহিনীতে নারায়ণী সেনা গড়ার ঘোষণা করলেন স্বরাষ্ট্মন্ত্রী । এছাড়া রাজবংশী বীর চিলা রায়ের নামে ট্রেনিং সেন্টার গড়ার কথা ঘোষণা করেন ৷ পাশাপাশি মনীষী পঞ্চানন বর্মার জন্মস্থান সহ কোচবিহারের ইতিহাস সম্বলিত জায়গাগুলি নিয়ে কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া ট্যুরিজমের ব্যবস্থা করবে ।