কোচবিহার, 6 জানুয়ারি : পারিবারিক অশান্তির জেরে বাবাকে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে । এরপর প্রেমিকাকেও খুনের চেষ্টা করে সে । কোচবিহার জেলার মাথাভাঙা থানার ইচ্ছাগঞ্জ বাজার সংলগ্ন এলাকার ঘটনা । ঘটনায় অভিযুক্ত টিঙ্কু বর্মণ (26)-কে গ্রেপ্তার করেছে পুলিশ ।
বাবাকে খুনের পর প্রেমিকাকেও হত্যার চেষ্টা যুবকের - murder
টিঙ্কুর বাবা সঞ্জীব বর্মণ (55) প্রতি রাতেই মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি করতেন । গতরাতেও একইভাবে বাড়িতে এসে অশান্তি শুরু করেন । এই নিয়ে তাঁর সঙ্গে টিঙ্কুর ঝামেলা হয় । যা হাতাহাতিতে পৌঁছায় । সেই সময় আচমকাই মাথায় লেগে যায় সঞ্জীববাবুর । তখনই মৃত্যু হয় তাঁর ।
স্থানীয় সূত্রে খবর, টিঙ্কুর বাবা সঞ্জীব বর্মণ (55) প্রতি রাতেই মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি করতেন । গতরাতেও একইভাবে বাড়িতে এসে অশান্তি শুরু করেন । এই নিয়ে তাঁর সঙ্গে টিঙ্কুর ঝামেলা হয় । যা হাতাহাতিতে পৌঁছায় । সেই সময় আচমকাই মাথায় লেগে যায় সঞ্জীববাবুর । তখনই মৃত্যু হয় তাঁর । এরপরই পাশের গ্রামের পল্লবী বর্মণ (23) নামে এক কিশোরীর বাড়ি যায় টিঙ্কু । জানা গেছে ওই পল্লবী তার প্রেমিকা । সেখানে পল্লবীর গলায় ছুরি ও ব্লেড দিয়ে আঘাত করে টিঙ্কু । জখম পল্লবীকে কোচবিহার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ।
অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । খুনের অভিযোগ দায়ের হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ ।