কোচবিহার, 14 এপ্রিল : কোচবিহার শহরে পানীয় জল সরবরাহের দায়িত্ব ছেড়ে দিতে চাইছে কোচবিহার পৌরসভা (Water Supply In Cooch Behar)। এবার এই দায়িত্ব তারা জনস্বাস্থ্য কারিগরি দফতরের হাতে তুলে দিতে চাইছে। বুধবার বিকেলে পৌরসভার বোর্ড মিটিংয়ের পর এমনটাই জানিয়েছেন, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ৷ এদিন তিনি বলেন, "কোচবিহার পৌরসভার জল সরবরাহের এই বিশাল দায়িত্ব কোচবিহার পৌরসভার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই এই দায়িত্ব জনস্বাস্থ্য কারিগরি দফতরের হাতে তুলে দিতে চাইছি আমরা। তাদের পরিকাঠামো আছে। আমাদের পরিকাঠামো নেই।" গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান।
পৌরসভা সূত্রে খবর, কোচবিহার শহরে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। 2012 সালে তোর্ষার জল পরিশ্রুত করে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌছনোর উদ্যোগ নিলেও এখনও বহু বাড়িতে পানীয় জল পৌঁছয়নি। বেশ কিছু এলাকায় পাইপ লাইনের সমস্যা রয়েছে। সেসব নিয়ে বুধবার পৌরসভার বোর্ড মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়।