কোচবিহার, 17 নভেম্বর : কোরোনা আবহে এবার কোচবিহারের রাস উৎসবে কাটছাঁট করার সিদ্ধান্ত নিল পৌরসভা । 15 দিনের পরিবর্তে এবার তিন দিন ধরে চলবে রাস উৎসব। তবে রাস আয়োজিত হলেও মেলা হচ্ছে না, এমনটাই জানা গিয়েছে পৌরসভা সূত্রে৷
1812 সালে কোচবিহারের মহারাজা হরেন্দ্রনারায়ণ কোচবিহারের ভেটাগুড়িতে রাজপ্রাসাদে প্রবেশ করেন। সেই উপলক্ষে ওই এলাকায় মেলা বসে। পরবর্তীতে রাজপ্রাসাদ কোচবিহারে স্থানান্তরিত হয়। এবং কোচবিহারের বৈরাগী দিঘির পাড়ে মদনমোহন মন্দির স্থাপন করা হয়। সেই মন্দিরকে ঘিরে বসে রাস মেলা। শুরু থেকেই 15 দিন ব্যাপী চলে এই উৎসব। সেই সঙ্গে বসে মেলাও। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ জানান, বর্তমান কোরোনা পরিস্থিতির জেরে এবছর রাস উৎসবে কাটছাঁট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ঐতিহ্যবাহী এই উৎসব 15 দিনের বদলে এবছর তিন দিন ব্যাপী করা হবে৷ তবে এবছর মেলা হচ্ছে না বলেও জানান তিনি।