পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আবহে এবার কাটছাঁট ঐতিহ্যবাহী কোচবিহার রাস উৎসবে - কোরোনা আবহে

বর্তমান কোরোনা পরিস্থিতির জেরে এবছর রাস উৎসবে কাটছাঁট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ঐতিহ্যবাহী এই উৎসব 15 দিনের বদলে এবছর তিন দিন ব্যাপী করা হবে৷

কোচবিহার
কোচবিহার

By

Published : Nov 17, 2020, 4:04 PM IST

Updated : Nov 17, 2020, 4:51 PM IST

কোচবিহার, 17 নভেম্বর : কোরোনা আবহে এবার কোচবিহারের রাস উৎসবে কাটছাঁট করার সিদ্ধান্ত নিল পৌরসভা । 15 দিনের পরিবর্তে এবার তিন দিন ধরে চলবে রাস উৎসব। তবে রাস আয়োজিত হলেও মেলা হচ্ছে না, এমনটাই জানা গিয়েছে পৌরসভা সূত্রে৷

1812 সালে কোচবিহারের মহারাজা হরেন্দ্রনারায়ণ কোচবিহারের ভেটাগুড়িতে রাজপ্রাসাদে প্রবেশ করেন। সেই উপলক্ষে ওই এলাকায় মেলা বসে। পরবর্তীতে রাজপ্রাসাদ কোচবিহারে স্থানান্তরিত হয়। এবং কোচবিহারের বৈরাগী দিঘির পাড়ে মদনমোহন মন্দির স্থাপন করা হয়। সেই মন্দিরকে ঘিরে বসে রাস মেলা। শুরু থেকেই 15 দিন ব্যাপী চলে এই উৎসব। সেই সঙ্গে বসে মেলাও। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ জানান, বর্তমান কোরোনা পরিস্থিতির জেরে এবছর রাস উৎসবে কাটছাঁট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ঐতিহ্যবাহী এই উৎসব 15 দিনের বদলে এবছর তিন দিন ব্যাপী করা হবে৷ তবে এবছর মেলা হচ্ছে না বলেও জানান তিনি।

রাস উৎসবে কাটছাঁট করার সিদ্ধান্ত পৌরসভার

একটি সময় কোচবিহারের রাজা রাসপূর্ণিমার দিন রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করতেন। তবে বর্তমানে এই উৎসবের সূচনা করেন কোচবিহার জেলাশাসক। উৎসবের আয়োজক কোচবিহার দেবত্তোর ট্রাস্ট বোর্ড। তবে রাস মেলার আয়োজন করে পৌরসভা। কিন্তু এবছর কোরোনা পরিস্থিতির কারণে রাস উৎসব কাটছাঁট করা হয়েছে। শুধুমাত্র মদনমোহন বাড়িতে তিন দিনের রাস উৎসব অনুষ্ঠিত হবে।

কোচবিহারের রাজ পুরোহিত ধীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, কোরোনা পরিস্থিতির কারণে মেলা হচ্ছে না৷ তবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক বিষয়টি মাথায় রেখে দূরত্ব বজায় রেখে স্টল দেওয়া যায় কি না সে বিষয়ে আলোচনা চলছে।

Last Updated : Nov 17, 2020, 4:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details