কদমতলা, (কোচবিহার), 15 ফেব্রুয়ারি : অগ্নিদগ্ধ হয়ে মা ও ছেলের মৃত্যু ৷ ঘটনাটি কোচবিহার শহরের কদমতলা এলাকার । স্বভাবতই এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে (Mother and Son burnt to death in Kadamtala Cooch Behar) ৷
মঙ্গলবার সকালে ওই এলাকার একটি ফ্ল্যাটের পাঁচতলায় আগুন জ্বলতে দেখেন বাসিন্দারা ৷ দমকল দফতরে খবর দেওয়া হয় । দমকল বাহিনীর কর্মীরা এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ ঘর থেকে মা ও ছেলের দেহ উদ্ধার হয় ।
ফ্ল্যাটের প্রতিবেশী জানালেন, বাইরে থেকে লোকজন পাঁচতলায় আগুন লাগা দেখে তাঁদের জানিয়েছিলেন আরও পড়ুন : Lorry burnt to Ash : আগুনে পুড়ে ছাই লরির নিচের অংশ, ভেতরে দিব্যি ঘুমাচ্ছেন চালক-খালাসি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মা সুপ্রিয়া সরকার (51) ও সুজয় সরকার (32) । তাঁরা কর্মসূত্রে পটনায় থাকতেন । তবে দিন চারেক আগে মা ও ছেলে এই ফ্ল্যাটে এসেছিলেন । এরপর আজ সকালে এই আগুন লাগার ঘটনা ঘটে । ফ্লাটের অন্য বাসিন্দারা জানান, ওই ফ্ল্যাটে মা ও ছেলে দু'জন থাকতেন । দীর্ঘদিন তাঁরা কর্মসূত্রে বাইরে থাকলেও সম্প্রতি তাঁরা ফিরে আসেন ৷ কীভাবে এই আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয় । ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ ।