কোচবিহার, 15 মার্চ: বাড়ির ভাড়াটিয়ার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে ফেলেছিল মেয়ে ৷ সেটাই ছিল তার অপরাধ ৷ পথের কাঁটা সরিয়ে ফেলতে প্রেমিকের সহযোগিতায় মেয়েকে খুন করার অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে । কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম অর্পিতা মল্লিক (23)। বুধবার মৃতার কাকা বিমল মল্লিক মেখলিগঞ্জ থানায় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন । এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মা ও তাঁর প্রেমিক ৷
জানা গিয়েছে, আলিপুরদুয়ারের মাদারিহাট থানা এলাকার বাসিন্দা সামসের আলমের সঙ্গে দুর্গা মল্লিকের দীর্ঘদিন থেকে অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ । অর্পিতাদের বাড়িতেই ভাড়াটিয়া হিসাবে থাকতেন সামসের । বিভিন্ন সময়ে টাকা পয়সা দিয়েও সহযোগিতা করতেন । আর এই সুযোগে অর্পিতার মায়ের সঙ্গে সামসের আলমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে । সম্প্রতি বিষয়টি জানতে পারে অর্পিতা । এরপরই তাকে খুনের ছক কষে মা (Mother and Her Boyfriend Beat Daughter)৷