পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Daughter Attacked by Mother: কন্যা সন্তানকে ধারালো অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে !

কোচবিহারের শীতলকুচিতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ৷ এক মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার চার মাসের শিশুকন্যাকে ধারালো জিনিস দিয়ে আঘাত করার ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Jul 28, 2023, 9:51 PM IST

কোচবিহার, 28 জুলাই: বিচলিত করার মতো ঘটনা ঘটেছে কোচবিহারের শীতলকুচির সাঙ্গারবাড়ি এলাকায় ৷ অভিযোগ, চার মাসের শিশুর কান্নার আওয়াজ সহ্য করতে না-পেরে সবজি কাটার ধারালো জিনিস দিয়ে তার গলা কেটে দিলেন মা ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলার নাম গোলাপি বর্মন ৷ গুরুতর আহত অবস্থায় ওই শিশুকন্যা বর্তমানে কোচবিহার মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ৷ শুক্রবার দুপুর দেড়টা নাগাদ এই ঘটনাটি ঘটে ৷

ঘটনার কথা জানতে পেরে দ্রুত শিশুটিকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যান তার দাদু-দিদা ৷ ঘটনায় আলোড়ন ছড়িয়েছে এলাকায় ৷ অভিযুক্ত মহিলার দাবি, তাঁর স্বামী শীতল বর্মন পরিযায়ী শ্রমিক ৷ বর্তমানে ভিনরাজ্যে কর্মরত তিনি ৷ ফলে মেয়েকে একাই সামলাতে হয় গোলাপি বর্মনকে ৷ কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, বাচ্চাটি কান্নাকাটি করায় ওই মহিলা এই কাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ৷ পুলিশের দাবি, প্রতিবেশীরা জানিয়েছেন, ওই মহিলা গত কয়েক মাস ধরে মানসিক সমস্যায় ভুগছেন ৷

ইতিমধ্যেই এই ঘটনায় শীতলকুচি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশের দাবি, অভিযুক্ত মহিলা জানিয়েছে শিশুটি এদিন খেতে চাইছিল না, খাওয়ার সময় সে খুব কান্নাকাটি করছিল ৷ তাই রেগে গিয়ে ওই মহিলা সবজি কাটার ধারালো জিনিস দিয়ে শিশুটির গলা কেটে দেন ৷ ফলে গভীর ক্ষত তৈরি হয় শিশু কন্যাটির গলায়, শুরু হয় রক্তপাত ৷

আরও পড়ুন: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দিল্লিতে ছাত্রীকে খুনের অভিযোগ

তবে এই ঘটনায়, অবাক এলাকাবাসী ও মহিলার প্রতিবেশীরা ৷ একজন মা কী করে রাগের বসে এরকম কাণ্ড ঘটিয়ে বসতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ ঘটনার বিবরণ শুনে অবাক চিকিৎসক ও পুলিশের তদন্তকারীরাও ৷ মহিলাকে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ৷ তবে বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল ও হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে ৷

ABOUT THE AUTHOR

...view details