কোচবিহার, 5 ফেব্রুয়ারি : উদ্বাস্তু দরদি মুখ্যমন্ত্রী এখন উদ্বাস্তু বিরোধী মুখ্যমন্ত্রী হয়েছেন । গতকাল কোচবিহারের রামপুরে এই ভাষাতেই মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন BJP-র রাজ্য সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় । মুখ খোলেন CAA বিরোধী আন্দোলন নিয়েও ৷
কেন্দ্রের পাঠানো টাকার 75 শতাংশ যাচ্ছে কালীঘাটে : রাজু বন্দ্যোপাধ্যায় - বরাদ্দ টাকার 75 শতাংশ যাচ্ছে কালীঘাটে
কেন্দ্র রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য যে টাকা পাঠাচ্ছে, তার সিংহভাগই যাচ্ছে শাসকদলের দখলে ৷ গতকাল এমনই অভিযোগ করলেন বঙ্গ BJP সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় ৷
ফাইল ছবি
রামপুরে গতকাল দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি অভিযোগ করেন, "রাজ্যের উন্নয়নে কেন্দ্র কোটি কোটি টাকা দিচ্ছে। এর 25 শতাংশ টাকা তৃনমূলী নেতাদের কাছে যাচ্ছে । বাকি 75 শতাংশ টাকা ওই কালীঘাটে যাচ্ছে। কেন্দ্র টাকা দেবে, আর তোমরা ফুর্তি করবে তা চলতে দেওয়া যাবে না ৷"
গতকালের ওই সভা করার জন্য পুলিশের থেকে অনুমতি মেলেনি ৷ অনুমতি ছাড়াই চলে সভা ৷ পুলিশ অনুমতি না দেওয়ায় ক্ষোভপ্রকাশ করেন তিনি ৷
Last Updated : Feb 5, 2020, 8:00 AM IST