কোচবিহার, 27 অক্টোবর : "জীবন বাঁচানোর তাগিদে বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিতে হয়েছে আপনাদের ৷ কিন্তু পশ্চিমবঙ্গও একদিন এমন হয়ে যাবে না তো, যে এ রাজ্য ছেড়ে ভারতের অন্য় রাজ্যে গিয়ে থাকতে হল" ৷ উপনির্বাচনের প্রচারে বললেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক ৷ মঙ্গলবার দিনহাটা পাঁচমাথার মোড়ে আয়োজিত পথসভায় দুর্গাপুজোয় বাংলাদেশের হিংসাত্মক ঘটনার প্রসঙ্গ তুলে নিরাপত্তার দাবিতে পদ্মফুল প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক । এদিন মন্ত্রীর পাশে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য সহ-ভাপতি দিলীপ ঘোষ ও অন্য বিজেপি নেতৃত্বরা ৷
এদিন বিকেলে ভোট প্রচারে দিনহাটায় আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি সাংসদ দিলীপ ঘোষ । কোচবিহারে আশ্রয় নেওয়া বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে নিশীথ প্রামাণিক বলেন, "বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সারা বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছিল ৷ কিন্তু একদল দুষ্কৃতী নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করেছে ৷" এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিষ্ক্রিয়তাকে নিশানা করে তিনি বলেন, "গোটা বিশ্বে কোথায় কী ঘটছে, তা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী টিপ্পনী করেন । অথচ তাঁর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশের দুর্গাপুজোর সময় হিন্দুদের মন্দির পুড়িয়ে দেওয়া হল, মূর্তি ভাঙা হল ৷ তা নিয়ে তিনি কিংবা তাঁর ভাইপো কোনও মন্তব্য করলেন না ।" এ বিষয়ে তিনি তৃণমূল কংগ্রসের ভোটে জেতাকে কটাক্ষ করে বলেন, "বরাবরই দেখা যায় যে সংখ্যাগুরুদের ভোটে জিতে কেউ ক্ষমতায় আসেন । কিন্তু তৃণমূল এমন একটা দল, যারা সংখ্যালঘুদের ভোটে জিতে পশ্চিমবাংলার ক্ষমতায় এসেছে ।"