কোচবিহার, 7 এপ্রিল : শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে রানওয়ে সংস্কার ও সম্প্রসারণের কারণে বিমান পরিষেবা বন্ধ থাকবে বেশ কিছুদিন (More buses from Cooch Behar and Siliguri to Kolkata by North Bengal State Transport Corporation) । সেসময় অতিরিক্ত বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC) ৷ যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এমনটাই জানালেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ।
আগামী 11 এপ্রিল থেকে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর সংস্কারের কাজ শুরু হবে । সে কারণে প্রায় প্রায় একমাস বাগডোগরা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ থাকবে । এতে কোচবিহার, শিলিগুড়ি ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কলকাতা যেতে কিংবা কলকাতা থেকে উত্তরবঙ্গে আসতে যাত্রীদের সমস্যায় পড়তে হবে । তাই যাত্রীদের কথা ভেবে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ।