পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Snatching in Cooch behar : আগ্নেয়াস্ত্র দেখিয়ে মাথাভাঙায় টাকা ছিনতাই - Snatching in Cooch behar

মাথাভাঙায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ছিনতাই ৷ টাকার পরিমাণ প্রায় 60 হাজার টাকা ৷ তদন্তে কোচবিহার পুলিশ (Snatching in Cooch behar) ৷

Cooch behar news
কোচবিহারের মাথাভাঙায় ছিনতাই

By

Published : May 1, 2022, 2:43 PM IST

কোচবিহার, 1 মে :শনিবার রাতে এক ওষুধ ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারের মাথাভাঙায় (Snatching in Cooch behar) ৷

জানা গিয়েছে, দীপ দাস নামে এক ব্যবসায়ী মাথাভাঙ্গা সংলগ্ন এলাকায় বিভিন্ন রকমের ওষুধ দোকানে-দোকানে সাপ্লাই করেন ৷ গতকালও ওষুধ সরবরাহ করে মাথাভাঙ্গা শহরের দিক থেকে ফিরছিলেন তিনি ৷ আসার সময় কাউয়ারডারা এলাকায় মাথায় আচমকা তাঁকে পিছন থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে দীপবাবুর কাছ থেকে প্রায় 60 হাজার টাকা ছিনতাই করে নেয় কয়েকজন দুষ্কৃতী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

আরও পড়ুন :বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান, জুনপুটে গ্রেফতার 4

দীপ দাস জানান, কাউয়ারডারা এলাকায় ওষুধ দোকানে সাপ্লাই দিয়ে ফেরার পথে গাড়ি থেকে নেমে শৌচকর্ম করতে রাস্তায় পাশে দাঁড়িয়েছিলেন ৷ ঠিক সেই সময় মাথায় বন্ধুক ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় দুষ্কৃতীরা ৷ এরপর প্রাণের ভয়ে টাকার ব্যাগ দিয়ে দেন তাদের হাতে। রাতেই বিষয়টি মাথাভাঙ্গা থানায় জানান দীপবাবু। মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details