কোচবিহার, 1 মে :শনিবার রাতে এক ওষুধ ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারের মাথাভাঙায় (Snatching in Cooch behar) ৷
জানা গিয়েছে, দীপ দাস নামে এক ব্যবসায়ী মাথাভাঙ্গা সংলগ্ন এলাকায় বিভিন্ন রকমের ওষুধ দোকানে-দোকানে সাপ্লাই করেন ৷ গতকালও ওষুধ সরবরাহ করে মাথাভাঙ্গা শহরের দিক থেকে ফিরছিলেন তিনি ৷ আসার সময় কাউয়ারডারা এলাকায় মাথায় আচমকা তাঁকে পিছন থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে দীপবাবুর কাছ থেকে প্রায় 60 হাজার টাকা ছিনতাই করে নেয় কয়েকজন দুষ্কৃতী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।