পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

500 বাড়ির বরাদ্দ টাকা ফিরে গেছে, সমালোচনার মুখে কোচবিহার পৌরসভা

যা বরাদ্দ ছিল তার থেকে অনেকাংশেই কম বাড়ি তৈরি করতে পেরেছে কোচবিহার পৌরসভা । পৌরসভার ঢিলেঢালা মনোভাব এর জন্য দায়ি বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা ।

aa
কোচবিহার পৌরসভার

By

Published : Apr 22, 2020, 1:41 PM IST

কোচবিহার, 22 এপ্রিল: "সবার জন্য বাড়ি" প্রকল্পে গত পাঁচ বছরে তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভা মাত্র 112টি বাড়ি তৈরি করতে পেরেছে । সময়মতো কাজ না করায় অন্তত 500 বাড়ির বরাদ্দ টাকা ফিরে গেছে । ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে কোচবিহারে । বিরোধীদের অভিযোগ, পৌরসভার ঢিলেঢালা মনোভাবের কারণেই বাসিন্দারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

পৌরসভা সূত্রে জানা গেছে, 2015-16 অর্থবর্ষে কোচবিহার পৌরসভা 319টি বাড়ি তৈরির অনুমোদন পায় । এরমধ্যে 92 জন বাড়ি পান । বাকি 227 টি বরাদ্দ ফিরে যায় । 2016-17 অর্থবর্ষে 517টি বাড়ি তৈরির অনুমোদন পায় । তার মধ্যে 297টির কাজ শুরু হয় । সেগুলোর মধ্যে মাত্র 20টির কাজ শেষ হয় । বাকিগুলোর কাজ চলছে । 2017-18 অর্থবর্ষে কোনও অনুমোদন মেলেনি । 2018-19 অর্থবর্ষে 638টি বাড়ির অনুমোদন মেলে । এর মধ্যে 250জনের প্রয়োজনীয় কাগজপত্র জমা পড়েছে । ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে । কিন্তু লকডাউনের জেরে সেই কাজও থমকে গেছে । 2019-20 অর্থবর্ষে 435টি বাড়ির অনুমোদন মিলেছে । কিন্তু এই অর্থবর্ষের কাজ শুরু হয়নি । বরাদ্দের থেকে এত কম সংখ্যক বাড়ি কেন ? উঠছে প্রশ্ন ।

পৌরসভার বিরোধী দলনেতা CPI(M)-এর মহানন্দা সাহা বলেন , "পৌরসভার ঢিলেঢালা মনোভাবের কারণেই বাসিন্দারা ঘর পাচ্ছেন না ।" যদিও কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ বলেন, "কাগজপত্র ঠিক না থাকায় অনেকের অনুমোদন ফিরে গেছে । তবে বেশি সংখ্যক মানুষ যাতে ঘর পান সেই চেষ্টা চালানো হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details